ঋণ থেকে মুক্তির উপায়| pay your bad debt easily||
#paydebt #clearloan #money
ঋণ হচ্ছে, চোরবালির মতো,একবার পা দিয়েছেন মানে আপনি এর থেকে মুক্ত হওয়ার চান্স একেবারেই নেই। হ্যা, যদি আপনি একটু সচেতন হোন,এবং কিছু নিয়মকানুন সঠিক ভাবে মেনে চলেন তাহলে ৬ মাস থেকে ১ বছরের মাথায় আপনি সম্পূর্ণ ঋণ মুক্ত হবেন, ইনশাআল্লাহ। চলুন তাহলে জেনে নিই,কিছু গুরুত্বপূর্ণ টিপস্।
১,প্রতিজ্ঞা করুন,আপনি আর ঋণ করবেন না
বছরের প্রথমেই শফৎ করুন ঋণ করবেন না।
যদি আপনি আজ এখন থেকে এটা করতে পারেন, তাহলে ধরে নেন আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতা ৫০% বেড়ে গেছে। এবং আপনিও অতি দ্রুত ঋণ পরিশোধ করতে পারবেন।কারন আপনার কাছে ঋণের বোঝা টা হালকা হয়ে যাবে।
২, আপনার ঋণের লিস্ট করুন।
আপনার কত টাকা ঋণ আছে, কতটাকা প্রতি মাসে লোন পে করতে হয়? এবং কোন ঋণ গুলোর ইন্টারেস্ট সবছেয়ে বেশি। এগুলো সব একটা-একটা সব গুলো লিস্ট করুন। এর পর যেই লোনটার ইন্টারেস্টি বেশি সেটি আগে পে করুন। এবং যেই লোন টার ইনস্টলমেন্ট বেশি সেটি পরিশোধ করে ফেলুন।
৩, চেষ্টা করুন বাড়তি লোন পে করতে।
যেমন আপনার প্রতি মাসে ১০,০০০ টাকা করে বছরে ১২ টা লোন পে করতে হয়, তাহলে আপনি চেষ্টা করুন প্রতি মাসের ১০,০০০ টাকার সাথে আরো ২০০০/৩০০০/-বাড়তি পে করতে। তাহলে আপনার ৩/৪ টা লোন কমে আসবে,এবং আপনি দ্রুত আপনার লোন পরিশোধ করতে পারবেন।
৪, বাড়তি উপার্জন করুন।
আপনার বর্তমান ইনকাম ২০০০০ টাকা। আপনি এই টাকা দিয়ে আপনকর ঋণ পরিশোধ করতে হিম-শিম খাচ্ছেন। তাহলে আপনি আপনার বাড়তি আয়ের পথ তৈরি করুন।
৫, মাসিক বাজেট এ খরচের তারিকা কমিয়ে ফেলুন।
আগে আপনি আপনার প্রোয়জন এবং চাহিদা মোতাবেক খরচ করতেন,শখের বশে খরচ করতেন। এখন কমিয়ে নিন। এখন খরচের তালিকটা শুধু প্রোয়জনীয় কেনাকাটায় রাখুন। বাড়তি চাহিদা ও শখের বশে কেনাকাটা বন্ধ করুন। দেখবেন, যেটাকা বাঁচে তা দিয়ে আপনার ঋণ পরিশোধ করুন।
৬, পুরাতন জিনিস পত্র অথবা, অপ্রোয়জনীয় জায়গা থাকলে তা বিক্রি করে দিন।
আপনার ঋণ কখোনোই আপনাকে ভালো রাখবেনা। তাই পুরাতন জিনিসপত্র ঘরে না রেখে বিক্রি করে লোন পরিশোধ করুন। অথবা, ঋণের পরিমান বেশি হলে আপনি আপনার অপ্রোয়জনীয় জায়গা বা মূল্যবান জিনিস বিা্রি করে ঋণ থেকে ফিরে আসুন। কারন, ঋণ আপনার দায় টা বাড়িযে তুলবে দিন-দিন।
সর্বশেষ কথা হলো, ঋণ করা ভালো নয়, ঋণ করে ঘরের জন্য জিনিসপথ্র কিংবা ইনবেস্টমেন্ট ছাড়া কোন কাজের জন্য ঋণ গ্রহণ করবেন না।
ঋণ না করে নিয়মিত অর্থ সঞ্চয় করুন।এবং তা বিনিয়োগ করে নতুন আয়ের পথ তৈরব করুন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন,সুস্থথাকুন, হ্যাপি লাইফ।
---------------------------------------------------------------------
©KHS is professional chennal. Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news and shere that. but if you this channel vedio copy of part, youtube act you.
Информация по комментариям в разработке