আপডেট ভার্সন ডিজিটাল লাকড়ির ম্যাজিক চুলা। অর্ডার করতে যোগাযোগ করুন : 01966336252 WhatsApp.

Описание к видео আপডেট ভার্সন ডিজিটাল লাকড়ির ম্যাজিক চুলা। অর্ডার করতে যোগাযোগ করুন : 01966336252 WhatsApp.

আসসালামু আলাইকুম!
আপনি কি সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় গ্যাস বিল নিয়ে চিন্তিত হচ্ছেন? আজ আমি আপনাদেরকে সিলিন্ডার গ্যাসের চুলার বিকল্প একটি চুলার সাথে পরিচয় করিয়ে দিব। আর তা হচ্ছে ডিজিটাল লাকড়ির ম্যাজিক চুলা।

আপনাদের সাথে Rabbani Media 24/ রাব্বানী মিডিয়া ২৪ থেকে যুক্ত হয়েছি আমি হা.মাও. মুফতি জাহিদুল ইসলাম রাব্বানী,


আমরা যারা বাসা বাড়িতে গ্যাসের চুলায় রান্না করি, বা ছোট ও মাঝারি ফ্যাক্টরি চালাই, অথবা কমিউনিটি সেন্টারে এক সাথে অনেক মানুষের জন্য রান্না করি; আমরা বেশির ভাগ সময় গ্যাস বিল নিয়ে চিন্তিত হই। আর গ্যাস বিল দিন দিন বৃদ্ধি পাওয়ায় এই নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই।


এই সমস্যার সমাধানের জন্য ডিজিটাল লাকরির ম্যাজিক চুলার আবিষ্কার হয়েছে। এই চুলায় রান্না করলে সিলিন্ডার গ্যাসের তুলনায় ৬৫% খরচ কম হবে। আর যারা আগে থেকেই গ্রাম অঞ্চলের মাটির লাকড়ির চুলায় রান্না করেন; তাদের খরচ ৭৫% কম হবে ইনশাআল্লাহ।


সরকারের পরিবেশ ও জ্বালানী বিষয়ক সংস্থা IDCOL এর আওতায় এই চুলা আনা হয়েছে, এটা বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট থেকে সার্টিফাইড চুলা। তাই এটা আধুনিক ও পরিবেশবান্ধব।


বাসা বাড়িতে রান্না করার জন্য সিঙ্গেল ও ডবল চুলা ব্যবহার করতে পারেন। আর যারা হোটেল - রেস্টুরেন্ট,মাদ্রাসার বোর্ডিং এবং ছোট ও মাঝারি ফ্যাক্টরি চালান; যেমন চানাচুর ফ্যাক্টরি, মিষ্টির কারখানা ইত্যাদি তারা বড় সাইজের চুলা নিতে পারেন।
আমাদের ১২ ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজের চুলা আছে, একবারে ৪০ কেজি চাল পাক করা যায় এমন চুলাও আছে।
এছাড়াও বিয়ে বা যে কোন অনুষ্ঠানে বা বন্ধু বন্ধবদের পার্টিতে এই চুলা ব্যবহার করা যেতে পারে।


কেন এই ডিজিটাল লাকড়ির ম্যাজিক চুলা ব্যবহার করবেন?

১/সিলিন্ডার গ্যাসের চুলা বা গ্রাম অঞ্চলের. মাটির লাকড়ির চুলায় রান্না না করে এই চুলায় রান্না করলে ৬৫% এর বেশি জালানি সাশ্রয় হবে।
২/এটি পরিবেশ বান্ধব ও জ্বালানী সাশ্রয়ী চুলা।
৩/500 /700 গ্রাম লাকড়ি দিয়ে ১ ঘন্টা চলবে।
৪/উন্নত মানের স্টিলনেস স্টিল (SS) দ্বারা তৈরি তাই এটি টেকসই ও মজবুত ।
৫/পানি পরলেও মরিচা /জং ধরবে না।
৬/বাতাস দেওয়ার জন্য এ চুলায় ছোট্ট একটা ফ্যান আছে যা বিদ্যুৎতের সাহায্যে চলে বিদ্যুত না থাকলে রিচার্জেবল পেন্সিল ব্যাটারির মাধ্যমে চুলা ইউজ করা যাবে আমরা ব্যাটারি চুলার সাথে ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ

তাহলে আর দেরি কেন? অর্ডার করতে আপনার নাম, পূর্ণ ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। ধন্যবাদ!

হোয়াটসঅ্যাপ : https://wa.me/+8801966336252 (Whats App)
শুধু লিংকে ক্লিক করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ

Комментарии

Информация по комментариям в разработке