Shono Ami Ki Shei Jon By Sheikh Ishtiak

Описание к видео Shono Ami Ki Shei Jon By Sheikh Ishtiak

সম্ভবত আশির দশকে (নব্বইও হতে পারে) লায়নেল রিচি'র বিখ্যাত "হ্যালো" গানটির বাংলায় রুপান্তর (ভাবান্তর) গেয়েছিলেন অকালে হারিয়ে যাওয়া শেখ ইশতিয়াক।
তুমি আছ আমার মনের গভীরে,
আর স্বপ্নরানী হয়ে দিয়েছ মন ভরিয়ে।
তুমি এইতো গিয়েছ মোর আঙিনা দিয়ে...
শোন...
আমি সেইজন যাকে খোঁজ।
আমি দেখেছি চোখেতে,
আমি দেখেছি হাসিতে...
তুমিওতো চাও না যে
আমি হারিয়ে যাই
আমি তোমাকেই ভাবি
আঁকি তোমারই ছবি
আমার একটি কথাই শুধু...
ভালবাসি...

দেখেছি তোমার চুলের হাসতে,
আর মায়াবী চোখে দেখেছি কথা বলতে,
সেই মায়াবী চোখ আমি পারিনি ভুলতে।
শোন... আমি তোমায় বলতে চাই...
আমি আছি তোমার আশায়,
শুধু তোমাকে যে চাই।
বল তুমি কি নিঃসঙ্গ,
কেউ কি ভালবাসে তোমায়।
বল কি আছে উপায়,
করি তোমায় আমি জয়।
ওগো তুমি যে আমার...
ভালবাসা।

শোন...
আমি কি সেইজন যাকে খোঁজ।
আমি আছি তোমার আশায়,
শুধু তোমাকে যে চাই।
বল তুমি কি নিঃসঙ্গ,
কেউ কি ভালবাসে তোমায়,
বল কি আছে উপায়,
করি তোমায় আমি জয়,
ওগো তুমি যে আমার...
ভালবাসা।।

Комментарии

Информация по комментариям в разработке