নোয়াখালীতে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত||Noakhali news||71Bangla TV

Описание к видео নোয়াখালীতে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত||Noakhali news||71Bangla TV

নোয়াখালীর বেগমগঞ্জ নুর জাহান হাবিবীয়া আল ইসলামীয়া মাদ্রাসায় রোববার সন্ধ্যায় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৪টি ইভেন্টে ১২ জনকে নির্বাচিত করা হয়। ৩০ পারায় ১ম হন হাফেজ জয়নাল আবদীন, ২০ পারায় ১ম হন রাশেদুল ইসলাম, ১০ পারায় ১ম হন শোরহাব উদ্দীন ছিফাত, ৫ পারায় ১ম হন আকরাম হোসেন।
মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কারী ফয়েজ উল্যার পরিচালনায়। অতিথি ছিলেন মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ফয়েজ উল্যাহ্ ফাইয়াজ, মাওলানা শিহাব উদ্দিন, মাওঃ জামাল উদ্দিন, মাওঃ ইকরাম উল্যাহ, মাওঃ ইউনুছ, হাফেজ সফিকুল ইসলাম, হাফেজ সফিক উল্যাহ সহ অনেকেই।
এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ আবদুল হালিম, মাওঃ হাফেজ জিয়াউর রহমান, মাওঃ দেলোয়ার হোসেন, হাফেজ সফিকুল ইসলাম, হাফেজ সফিক উল্যাহ।

Комментарии

Информация по комментариям в разработке