Poth Harabo Bolei Ebar (পথ হারাব বলেই এবার ) | Bengali cover Song | Aditi Chakraborty

Описание к видео Poth Harabo Bolei Ebar (পথ হারাব বলেই এবার ) | Bengali cover Song | Aditi Chakraborty

গত 16th June কিংবদন্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন ছিলো , তাই তাঁর জন্মতিথি উপলক্ষ্যে আমার শ্রদ্ধার্ঘ্য।।
আমার এই গানটি তবলা , গিটার এবং মেলোডিকা বাজিয়ে সাজিয়ে দিয়েছে শুভজিৎ দেব ।
গান - পথ হারাব বলেই এবার
কথা ও সুর - সলিল চৌধুরী 🙏🏻
মূল শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়🙏🏻

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি,
পথ হারাব বলেই এবার পথে নেমেছি।

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে,
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে,
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি,
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে,
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা,
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা,
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি,
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

Комментарии

Информация по комментариям в разработке