বিভূতিভূষণের অতিপ্রাকৃত গল্প আর পিতা পুত্রের 'তারানাথ তান্ত্রিক'

Описание к видео বিভূতিভূষণের অতিপ্রাকৃত গল্প আর পিতা পুত্রের 'তারানাথ তান্ত্রিক'

সেদিন ত্রিমোহনী থেকে আরো ভিতরে, প্রায় সন্ধ্যার গা ছমছমে সময়ে অতিপ্রাকৃত বিষয় নিয়ে কথা হচ্ছিলো।
অদ্ভুত শোনালেও, এটা মানতেই হবে যে বাংলা সাহিত্যের তাবৎ রথীমহারথীদের অনাদরে ফেলে রাখা থাকা অতি-প্রাকৃত গল্পের ধারা টাতে বিষয়বৈচিত্র এবং অসাধারন লেখনশৈলীতে যিনি সবার সামনে তুলে আনেন তিনি বিভূতিভূষণ ! তার হাত ধরেই আমাদের সামনে আসে তারানাথ তান্ত্রিকের মত কাল্ট ক্যারেক্টার। পরবর্তীতে এই চরিত্র দূর্দান্ত সব কাজ করেন উনার ছেলে তারাদাস বন্দোপাধ্যায়! আমাদের আজকের টুকটাক আলাপ এইসব নিয়েই !!

Комментарии

Информация по комментариям в разработке