🔍#islamigensobarage
#islmaivideo
#bangladeshi
#pemvalobasa
#valobasa
#2022
#bangla
#জান্নাতের_পথে_বাধা_সৃষ্টি_করে_এই_11_টি_আমল
🔵জান্নাতের পথে বাধা সৃষ্টি করে এই 11 টি আমল। কখনো জান্নাতে প্রবেশ করবে না যদি এ কাজগুলো করে থাকেন
✅পথে বাধা সৃষ্টি করে
১. ঈমান না আনা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- ‘ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।’ (বুখারী ও মুসলিম)
অন্য হাদিসে বর্ণিত-‘তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না।’ (সহীহ্ মুসলিম, হাদিস নং-৫৪)
২. প্রতিবেশীকে কষ্ট দেয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না।’(সহীহ মুসলিম/৪৬)
৩. অহঙ্কার করা
রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যার অন্তরে অনু পরিমাণ অহঙ্কার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না ।’ (মুসলিম, হাদিস নং-৯১)
*৪. চোগলখোরি ও পরনিন্দা করা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চোগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না (সহীহ মুসলিম, হাদিস নং-১০৫) তিনি আরও বলেছেন, `কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ঐ ব্যক্তিকে দেখা যাবে যে, যে ছিল দুমুখো, যে এক জনের কাছে এক কথা আরেক জনের কাছে আরেক কথা নিয়ে হাজির হত।’ (সহীহ মুসলিম, হাদিস নং-২৫২৬)
৫. আত্মহত্যা করা
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, সেই বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। (সহীহ বুখারী : ৫৪৪২; মুসলিম : ১০৯)
৬. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সহীহ মুসলিম, হাদিস নং-২৫৫৬)
৭. হারাম খাওয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ‘হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য।’ (তাখরীজ মিশকাতুল মাসাবীহ, সহীহ, আলবানী, হাদিস নং-২৭০৩)
৮. উপকার করে খোটা দেয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয়।’(সুনান নাসাই, হাদিস নং- ৫৬৮৮, সহীহ, আলবানী)
৯. তকদির (ভাগ্যের লিখন) অস্বীকার করা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তকদির অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সিলসিলা সহীহ, হাসান, ৬৭৫)
১০. যাদুর বৈধতায় বিশ্বাস করা, মদ, গাঁজা ও নেশা দ্রব্য গ্রহণ করা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলেন-মদ্যপায়ী, যাদুর বৈধতায় বিশ্বাসী, পিতা-মাতার অবাধ্য সন্তান (নাফরমান), আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চোগলখোর এবং গণক।’ (মুসনাদে আহমদ, হাসান, আলবানী)
১২. কঠোর প্রকৃতি ও কটুভাষী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ঐ লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের নিকট গর্ব-অহঙ্কার প্রকাশ করে প্রকৃতপক্ষে যা তার কাছে নাই।’ (আবু দাউদ, হাদিস নং-৪৮০১, সহীহ, আলবানী)
আমরা প্রতিটি মুমিন ভাই ও বোন পরকালের কথা চিন্তা করে, অনেক ব্যস্ততার মাঝেও যদি কিছু কিছু আমল করতে পারি তবে আল্লাহর সন্তুষ্টিলাভের পাশাপাশি আমাদের মনেও আসবে অপার প্রশান্তি।
🔵Jubok chele meye derke salam Binimoi kora jabeki
• যুবক ছেলে যুবতী মেয়েদের সঙ্গে সালাম দেয়...
🔵kaike Biye Korar Jonno Allah kache Duya kora Jabe ki
• প্রেম করে আল্লাহর কাছে তাকে বিয়ে করার জন্...
🔵my Fessbook link
https://www.facebook.com/profile.php?...
🔵My Fessbook page video link
https://fb.watch/aCjStj9wia/
✅কিছু নিষিদ্ধ আমল,যে পথে জান্নাত,আলোর পথে,রমজানের আমল,আমল,১.জান্নাতের চাবি,জান্নাত,নিষিদ্ধ আরবী মাস,সুন্নতি আমল,জান্নাতি নারী,ফাতেমার আগে কে জান্নাতে যাবে,যে তিন শ্রীনির মানুষ জান্নাতে যাবেই।,জান্নাতি নারীর বৈশিষ্ট্য,জান্নাতী নারীর নাম,জান্নাতী নারী কারা,জান্নাত জাহান্নাম,প্রথম জান্নাতে প্রবেশ করবে কে,জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম,প্রথম জান্নাতি নারী কে,সত্যের পথে,ইসলামের পথে,মনের আশা পূরনের পরীক্ষিত আমল
copyright🔵 free music,You’re free to use this audio track in any of your videos, including videos that you monetize.
No att
Информация по комментариям в разработке