What is Trading? | ট্রেডিং কি ? | ট্রেডিং কত প্রকার ? | Trading কিভাবে কাজ করে ? | TBL

Описание к видео What is Trading? | ট্রেডিং কি ? | ট্রেডিং কত প্রকার ? | Trading কিভাবে কাজ করে ? | TBL

What is Trading? | ট্রেডিং কি ? | ট্রেডিং কত প্রকার ? | Trading কিভাবে কাজ করে ? | TBL


#What_is_Trading
#earnmoney #bitcoin #crypto #crypto #stockmarket #tech #tranding #trendingshorts

বর্তমানে সুপারহট একটি টপিক হচ্ছে অনলাইন ট্রেডিং … আমার মনে হয় বাংলাদেশের ৯০% স্মার্ট মানুষজন একবার হলেও ট্রেনিংয়ের দিকে মুভ করতে চেয়েছেন .

ট্রেডিং কি ?
ট্রেডিং কত প্রকার ? এবং
ট্রেডিং একচুয়ালি কিভাবে কাজ করে

ট্রেডিং কি?

সোজা কথাই বললে ট্রেডিং হচ্ছে এক ধরনের ব্যবসা আপনি যদি গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রেডিং এর অর্থ খুঁজতে যান তাহলে দেখতে পারবেন ট্রেডিং এর বাংলা অর্থ হচ্ছে কেনা বেচা, লেনদেন বা ব্যবসায়করণ


যদি আরো সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে ধরুন একটি ফোন এই মুহূর্তে বিক্রি হচ্ছে কম দামে সেটা আপনি কিনে রাখলেন এবং যখন এটার দাম বৃদ্ধি পেল বা বৃদ্ধি পাবে তখন আপনি এটাকে বিক্রি করলেন এবং নির্দিষ্ট কোন একটি অ্যামাউন্ট এর প্রফিট আপনি এখান থেকে জেনারেট করে নিন এটাকেই মূলত ট্রেডিং বলে এবং এটা যখন আমরা অনলাইনে করি তখন সেটা অনলাইন হল ট্রেডিং -

এবং এই একই কাজ যদি আমরা অফলাইনে করি বা ফেস টু ফেস কারো কাছে কোন ফিজিক্যাল জিনিসপত্র কেনাবেচা করি এটাকে অফলাইন ট্রেডিং বলা যায়


ট্রেডিং কত প্রকার ?


দেখুন শুরুতেই আপনাদেরকে বলেছি ট্রেডিং হচ্ছে কাইন্ড অফ বিজনেস সো ট্রেডিং এর প্রকারভেদ আসলে সিঙ্গেল ডিজিটে প্রকাশ করা সম্ভব না

বর্তমান অনলাইনে সব থেকে জনপ্রিয় ট্রেডিং হচ্ছে তিনটি

1. ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং
2. ফরেক্স ট্রেডিং
3. বাইনারি ট্রেডিং

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি :-


ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে ক্রিপ্টো কি ? ক্রিপ্ট হচ্ছে এক ধরনের ডিজিটাল মুদ্রা যেমন আমাদের ফিজিক্যাল এবং প্রচলিত মুদ্রা গুলো হল - ডলার, ইউরো আমাদের বাংলাদেশে যেমন - টাকা - ইন্ডিয়াতে রুপি ইত্যাদি

এবং ক্রিপ্ত কারেন্সি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা গুলো হল ( যেমন BTC, ETH বা TRX )। ইত্যাদি


যেহেতু আমরা জানি ট্রেডিং হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে কোন জিনিসের যখন দাম কম থাকবে তখন সেটা ক্রয় করে যখন ওই জিনিসের দাম বৃদ্ধি পাবে তখন সেটাকে বিক্রি করা

সুতরাং এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হচ্ছে যখন কোন ক্রিপ্টোকারেন্সি বা কয়েন / টকেনের দাম কম থাকবে তখন সেই কয়েন বা কারেন্সি ক্রয় করে রেখে দেওয়া এবং যখন সেটার দাম বৃদ্ধি পাবে তখন বিক্রি করে নিজের প্রফিট বের করে নেওয়া’ই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেনিং



ফরেক্স ট্রেডিং কি :-


ফরেক্স ট্রেডিং হচ্ছে কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর মতোই সেম টু সেম - । কারণ ক্রিপ্টো কারেন্সি ট্রেড হয় ডিজিটাল মুদ্রার ওপর এবং ফরেক্স ট্রেডিং করা হয় - আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মুদ্রার উপর - যেমন :- USD, EUR, GBP, JPY এখানে আন্তর্জাতিক মুদ্রা বলতে আমরা ডলারকে ধরতে পারি জাতীয় মুদ্রা যেমন আমাদের বাংলাদেশী মুদ্রায় টাকা এবং বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক মুদ্রার বিভিন্ন নাম থাকতে পারে


আমরা জানি প্রত্যেকটি কারেন্সি বা মুদ্রার মান বা দাম সবসময় ওঠা নামা করে এখানে ফরেক্স ট্রেডিং হলো এ ধরনের কারেন্সি বা মুদ্রা গুলো ক্রয় বিক্রয় করা - এবং মাঝখান থেকে নিজের প্রফিট অর্জন করা


বাইনারি ট্রেডিং কি :-

শুরুতে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই বাইনারি ট্রেডিং কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম এবং নিষিদ্ধ বলে বিবেচিত করা হয়

বাইনারি ট্রেডিং ও কাইন্ড অফ ফরেক্স ট্রেডিং এর মতোই তবে এখানে একটা ভিন্নতা আছে সেটা হচ্ছে - আমরা ফরেক্স ট্রেডিং বা অন্য ট্রেনিংয়ে শুধুমাত্র কারেন্সি কিনে রেখে সেটার দাম বৃদ্ধি হলে তারপর সেল করে দিয়ে প্রফিট বের করতে পারি কিন্তু বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটি অপশন এটাকে অপশন ট্রেডিংও বলা হয়

বাইনারি ট্রেডিং এ মূলত নির্দিষ্ট সময়ের জন্য ট্রেড নেওয়া হয় - এখানে আমরা আপ এন্ড ডাউন দুই সাইডে ট্রেড করতে পারি লাইক কোন একটি কারেন্সির দাম এক মিনিটের মধ্যে বৃদ্ধি পাবে এমন একটি এনালাইসিস করে আমরা একটি ট্রেড নিতে পারি । এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট আমরা পেয়ে যাব।

এবং একই সাথে আমরা এনালাইসিস করে কোন একটি কারেন্সির দাম আগামী ১ মিনিটের মধ্যে কমে যাবে সেটার উপরেও আমরা ট্রেড নিতে পারব এবং যদি আমাদের এনালাইসিস সঠিক হয় এবং ওই কারেন্সির দাম আগামী ১ মিনিটের মধ্যে ফল করে বা কমে যায় তাহলে সেখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ প্রফিট জেনারেট করতে পারব



এখন এখানে যদি ওই কারেন্সির দাম ১০ ডলার কমে যায় তাহলে আপনার ফ্রেন্ড আপনাকে ১০ ডলার দিচ্ছে এবং যদি দাম বৃদ্ধি পায় তাহলে আপনি আপনার ফ্রেন্ডকে ১০ ডলার দিচ্ছেন

একইভাবে বৃদ্ধির ক্ষেত্রেও আপনি আপনার ফ্রেন্ডের সাথে বাজি ধরছেন যদি অমুক কারেন্সির দাম এই মুহূর্তে বৃদ্ধি পায় তাহলে তুই আমাকে ১০ ডলার দিবি এবং যদি কমে যায় তাহলে আমি তোকে ১০ টেলার দিব আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন




ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে সব ধরনের ট্রেডিং এই প্রফিট করা সম্ভব।


Contact for business inquiries:
Email: [email protected]



Welcome to Technology Bangla LTD - If you like Cool Tech, you're in the right place. I scour the internet for the coolest stuff available today, and you can find it all here! I would really appreciate it if you took a look at some of my stuff! :)

Комментарии

Информация по комментариям в разработке