হেফাজতের নতুন আমীর মহিব্বুল্লাহ বাবুনাগরী।। প্রিয়জনtv।। হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Описание к видео হেফাজতের নতুন আমীর মহিব্বুল্লাহ বাবুনাগরী।। প্রিয়জনtv।। হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মাত্র ১১ মাসের ব্যবধানে তিন শীর্ষ নেতাকে হারিয়েছে দেশের কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সবশেষ গত ১৯ আগস্ট দুপুরে মারা যান হেফাজতের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। তবে এ শোক সংবাদের অর্ধদিন না পেরোতেই বাবুনগরীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়।
১৯ আগস্ট রাত ১১টার দি‌কে হাটহাজারী মাদরাসায় সদ্যক প্রয়াত আমির জুনা‌য়েদ বাবুনগরীর জানাজায় আমির প‌দে তার নাম ঘোষণা ক‌রেন হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। আগামী কাউন্সিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

#মহিব্বুল্লাহ_বাবুনাগরী
#হেফাজত
#প্রিয়জন_tv

Комментарии

Информация по комментариям в разработке