কালায় প্রাণটি নিলো। সিলেটের বিখ্যাত ধামাইল গান। সুনামগঞ্জের তুষ্টির কন্ঠে ও সুনিপুণ নৃত্যে সেরা গান।

Описание к видео কালায় প্রাণটি নিলো। সিলেটের বিখ্যাত ধামাইল গান। সুনামগঞ্জের তুষ্টির কন্ঠে ও সুনিপুণ নৃত্যে সেরা গান।

কালায় প্রাণটি নিলো। সিলেটের বিখ্যাত ধামাইল গান। সুনামগঞ্জের তুষ্টির কন্ঠে ও সুনিপুণ নৃত্যে সেরা গান।


সিলেট অঞ্চলে ধামাইল গান সাধারণত বিভিন্ন ব্রত, পালা-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠানে, জন্মদিন, বিবাহ প্রভৃতি সামাজিক উৎসবে ঘটা করে পরিবেশন করা হয়। বাড়ির খোলা আঙ্গিনায় গোল হয়ে দাঁড়িয়ে এরূপ কৃত্যানুষ্ঠান প্রদর্শন করে। সুরের দিক থেকে ভাটিয়ালি ঠাটের অন্তর্গত হলেও এতে দীর্ঘ টান বা মীড়ের দোলা নেই। করতালি দ্বারা গানের তাল রক্ষা করা হয়। নাচের পদক্ষেপে বিশিষ্টতা আছে- সামনে মাথা নিচু করে ও উপরে মাথা তুলে ঝুঁকে পর্যায়ক্রমে করতালি দেওয়া হয়। সিলেটের আঞ্চলিক ভাষায় করতালিকে ‘থাপরি’ বলে।

আরও বলতে গেলে আগে ধামাইল গানে শুধু হাত তালি, ঢোল ও কাসা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হত, এখন অন্যান্য যন্ত্রও ব্যবহৃত হচ্ছে। পাল্টে দেওয়া হচ্ছে গানের সুর ও কথা, এই সব কারণে ধামাইল গান তার নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে এবং দিন দিন হারিয়ে যেতে বসেছে সিলেট বিভাগের গ্রামীণ বা হাওরাঞ্চলের এই লোক সংস্কৃতিটি।
উল্লেখ্য যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তুষ্টি তালুকদার ও তার দল ধামাইল গানের স্বকীয়তা ধরে রাখার চেষ্টা করছে।

Комментарии

Информация по комментариям в разработке