বর্তমানে বাঁধ দিয়ে এই নদীর জল
সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে
কাহিনীঃ
রাম লক্ষ্মণ ও সীতা ১৪ বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ। বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম। দশরথের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছন রাম, সীতা ও লক্ষ্মণ। সীতাকে ফল্গু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান।
কিন্তু তাঁদের ফিরতে দেরি হওয়ায় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন। তাঁর আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুরমশায়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন। দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ, ফল্গু নদী, একটি কাক, একটি গরু ও তুলসী পাতা। খুশিমনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ।
কিছু পরে রাম ও লক্ষ্মণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া শ্রাদ্ধ করা সম্ভব। সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ, ফল্গু, তুলসী, কাক ও গরু সবাই মিথ্যে কথা বলে যে সীতা কোনও তর্পণ করেননি। কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন।
সীতা ক্রুদ্ধ হয়ে এরপর ব্রাহ্মণ, ফল্গু, তুলসী, কাক ও গরু সবাইকেই অভিশাপ দেন। দেখে নেওয়া যাক কাকে কী অভিশাপ দিয়েছিলেন তিনি।
সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনও ধনলাভ হবে না, ব্রাহ্মণ বরাবর গরীব থাকবে।
ফল্গু নদী এরপর সীতার অভিশাপে শুকিয়ে যায়। মাটির তলায় চলে যায় ফল্গুর সব জল। সেই থেকে এই নদী অন্তঃসলিলা।
সীতা কাককে অভিশাপ দেন যে কাককে সারা জীবন পচা খাবার খেয়েই থাকতে হবে এবং লড়াই ঝগড়া না করে তারা খাবার পাবে না।
সীতা গরুকে অভিশাপ দিয়েছিলেন যে, চির পূজ্য হলেও গরুকে সকল বাড়ির মানুষের এঁটো খাবার খেতে হবে। এর ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খাবার খেতে হয়।
সীতা তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে তার গায়ে কুকুরে প্রস্রাব করবে।
কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়।
স্বাগতম ভ্রমণ | Vromon-এর আজকের ভ্রমণ কাহিনিতে! 🌏 আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটি অনন্য গন্তব্যে, যেখানে আপনারা দেখতে পাবেন স্থানীয় সৌন্দর্য, ঐতিহ্য, এবং স্থানীয়দের জীবনযাত্রা। এই যাত্রায় আমাদের সঙ্গী হোন এবং পৃথিবীকে নতুন চোখে আবিষ্কার করুন!
**সাবস্ক্রাইব করুন**: নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হন এবং আমাদের ভ্রমণ অভিজ্ঞতার অংশ হোন:
📸 **ইনস্টাগ্রাম**: [( / vromon247 )
📘 **ফেসবুক**: ( / vromon247 )
লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না!
*#ভ্রমণ #Vromon #TravelVlog #BengaliTravel #TravelWithUs #ExploreTheWorld #NatureLovers #TravelDiaries #Wanderlust #TravelPhotography #AdventureTime #HiddenGems #DiscoverTheWorld #TravelAddict #InstaTravel #BengaliVlogger #WorldExplorer #TravelGoals*
আপনার মতামত জানাতে ও পরবর্তী গন্তব্যের পরামর্শ দিতে মন্তব্য করুন। ধন্যবাদ!
Your Keywords:
বাংলা ভ্রমণ,
ভ্রমণ গাইড,
ভ্রমণ কাহিনি,
অ্যাডভেঞ্চার ভ্রমণ,
নতুন গন্তব্য,
প্রকৃতি ভ্রমণ,
ঐতিহ্য ও সংস্কৃতি,
খাবারের স্বাদ,
স্থানীয় জীবনযাত্রা,
ভ্রমণ অভিজ্ঞতা,
প্রাকৃতিক সৌন্দর্য,
ভ্রমণ টিপস,
বাংলা ভ্রমণ চ্যানেল,
ভ্রমণ ডকুমেন্টারি,
অজানা গন্তব্য,
ছবি ও ভিডিও ব্লগ,
ভ্রমণকাহিনী,
ভ্রমণ অনুসন্ধান,
গন্তব্য আবিষ্কার,
Информация по комментариям в разработке