বাজরিগার পাখির দাম 2023| পাখি পালন | Budgerigar Bird price In Bangladesh and India 2023 | Grow Life

Описание к видео বাজরিগার পাখির দাম 2023| পাখি পালন | Budgerigar Bird price In Bangladesh and India 2023 | Grow Life

বাজরিগার পাখির দাম | পাখি পালন | Budgerigar Bird price In Bangladesh and India 2023 | Grow Life

আপনাদের মত অনেকেই আমার ভিডিও দেখে পাখি কিনতে চান। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেহেতু পাখি বিক্রি করি না তাই আমি আপনাদের পাখি দিতে পারি না। এক্ষেত্রে আপনারা যা করেন বিভিন্ন জায়গা থেকে পাখি কিনে নিয়ে আসেন আর পরবর্তীতে বলেন আমি এত টাকা দিয়ে পাখি কিনেছি। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা খুবই নরমাল পাখি অ্যালগিনো রুটিন এই পাখি গুলোই রেইনবো বা জাপানিজ এই সমস্ত দামী দামী পাখির কথা বলে আপনাদের কাছে বিক্রি করে। আর সাধারণ পাখি অনেক বেশি দামে মানুষের কাছে বিক্রি করছে কিছু চক্র। তাই আজকে আমি আপনাদের সাথে সমস্ত জাতের বাজিগার পাখি চেনার উপায় এবং তাদের বর্তমান দাম মানে ২০২৩ সালে এই বাজিগার পাখিগুলোর দাম নিয়ে কথা বলব। আশা করি পাঁচ সাত মিনিটের এই একটা ভিডিও দেখলে আপনি আর কখনো বাজরি পাখি কিনে ঠকবেন না। কেউ আপনাকে উল্টাপাল্টা পাখি দিয়ে ঠকাতে পারবেনা। ভিডিওটিতে আপনি একই সাথে দাম এবং পাখির মিউটেশন জানার পাশাপাশি আরো এমন সব তথ্য পাবেন যেগুলো আপনার অনেক কাজে আসবে তো আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।

Classic budgerigar

এখনই স্ক্রিনে যে পাখিটা আপনি দেখছেন এটা হল ক্লাসিক বাজরিগার আর বাজারে যত রকমের বাজরিগার রয়েছে এই বাজরিগার গুলোর দাম সবচেয়ে কম বাংলাদেশের বর্তমানে প্রতি এডাল্ট একজোড়া বাজিগার 400 থেকে 800 টাকার মধ্যে বেচাকেনা হয় আর যদি ভারত থেকে কিনেন তবে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে এক জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন ‌। এবার জিগার গুলোর দাম একেবারেই কম তাই আশা করব কেউ এই পাখিগুলো এর থেকে বেশি দাম দিয়ে কিনবেন না। এক্ষেত্রে যারা নতুন পাখি পালা শুরু করেছেন তাদের জন্য এই ধরনের বাজিগার গুলো ভালো হবে কারণ এতে করে আপনি সহজে বাজরিগার পাখি পালন শিখে নিতে পারবেন এবং পরবর্তীতে দামি পাখি কিনতে পারেন। তাছাড়া আপনাদের যদি খামার করার ইচ্ছা থাকে বাবু ভবিষ্যতে পাখির বড় আকৃতির সেটাপের ইচ্ছা থাকে সে ক্ষেত্রে আমি বলব এই পাখিগুলো দিয়ে আপনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করেন এবং সঠিকভাবে শিখুন কিভাবে বাজিগারের যত্ন পরিচর্যা ও পালন করতে হয় তারপর আপনারা দামি পাখির দিকে যাবেন।

Spangled budgerigar
এ পাখিটির বৈশিষ্ট্য হলো এদের দানার উপর প্রজাপতির মতো শেপ আছে এটা দেখে আপনাকে বুঝতে হবে এই পাখিটা হল স্পেনজেল জাতের বাজিগার। এটাও সাধারণ বাজিলের পাখির মতোই কমন বাঁজরি। প্রতি জোরা এডাল্ট পাখির দাম ৫০০ থেকে ৮০০ টাকা। যদি আপনি ছোট বাচ্চা কিনেন মানে দুই মাস তিন মাস বয়সী বাচ্চা তবে 400 থেকে 500 টাকার মধ্যে এক জোড়া বাচ্চা পেয়ে যাবেন। আর ভারতে বর্তমানে এদের দাম বাংলাদেশের প্রায় অর্ধেক মানে ৩৬৫০ টাকা জোড়ায় আপনি সহজেই পাখিটা সংগ্রহ করতে পারবেন।

Pied budgerigar
rainbow budgerigar Bird price in Bangladesh, japanese budgerigar Bird price, lutino double factor japanese budgerigar, white DF budgerigar Bird, Pakhi Palon, বাজরিগার পাখির দাম ২০২৩, বাজরিগার পাখির দাম ২০২৪, পাখি পালন, grow life, স্পেনজেল বাজরিগার পাখির দাম , রেইনবো বাজরিগার পাখির দাম কথা বলা পাখির দাম, কথা বলা টিয়া ময়না বাজরিগার পাখির দাম,

Комментарии

Информация по комментариям в разработке