Sawa-STC SIM International Call Minute Packages Checking Rules Bangla |

Описание к видео Sawa-STC SIM International Call Minute Packages Checking Rules Bangla |

Sawa-STC SIM International Call Minute Packages Checking Rules Bangla Tutorial.

যে সকল ভাই ও বোনেরা সৌদি আরবের Sawa বা STC সিম ব্যবহার করেন এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি সৌদি আরবের STC সিমের ব্যালেন্সের টাকা থেকে বাংলাদেশে কথা বলার জন্য মিনিটের প্যাকেজ তৈরি করবেন। কখনো কখনো জরুরি প্রয়োজনে আমাদের বাংলাদেশের নাম্বারে কথা বলার প্রয়োজন হয় কিন্তু ব্যালেন্সের টাকা দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে অনেক খরচ পড়ে যায়, এ কারণে আপনি চাইলে আপনার ব্যালেন্সের টাকা দিয়ে বাংলাদেশে কথা বলার মিনিটের প্যাকেজ কিনে কথা বললে অনেকটা কম খরচে কথা বলতে পারবে।
মিনিটের প্যাকেজ তৈরি করার নিয়ম :- সর্বপ্রথম আপনার ফোনের এসএমএস অপশনের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি যেখানে sms লিখা লাগে সেখানে আপনি লিখবেন 8200 লিখে সেন্ট করবেন 900 নাম্বারে। অল্প কিছু সময় অপেক্ষা করলে আপনার ফোনে ফিরতে একটা এসএমএস এর মাধ্যমে আপনার সিমে থাকা সকল ইন্টারনেসনাল মিনিটের অফার দেখতে পারবেন। যে প্যাকেজটি আপনি নিতে চান আপনার ব্যালেন্সে যদি সেই পরিমাণে সৌদি রিয়াল থাকে তাহলে আপনি দেখবেন প্যাকেজের পাশেই লিখা আছে সেন্ট তারপরে একটি কোড, সেই কোডটি এসএমএস অপশনে লিখে ৯০০ নম্বরে সেন্ড করবেন। তাহলে দেখতে পাবেন আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে যেয়ে আপনার কাঙ্খিত মিনিটের অফার আপনার ফোনে চলে আসবে। ধন্যবাদ।

কোথাও বুঝতে কোন সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন।

#STC_SIM_International_Call_Minute_Packages
#sawa_sim_international_minute_offer

Комментарии

Информация по комментариям в разработке