Correct use of Shall, Should and Will, Would | Shall, Should এবং Will, Would এর সঠিক ব্যবহার

Описание к видео Correct use of Shall, Should and Will, Would | Shall, Should এবং Will, Would এর সঠিক ব্যবহার

Correct use of Shall, Should and Will, Would – আজ আমরা শিখব Shall, Should এবং Will, Would এর সঠিক ব্যবহার সম্পর্কে। Learn how to use Shall, Should and Will, Would in English grammar? ইংলিশ গ্রামার শিখুন বাংলায়।
ইংরাজি শেখার জন্য আরও কিছু ভিডিওঃ ইংরাজি শিখুন খুব সহজে। ইংরাজিতে ভয় আর নয়!
Shall এবং Will এর সঠিক ব্যবহারঃ

আজ আমরা শিখব shall, should এবং will, would এর সঠিক ব্যবহার সম্পর্কে? অনেকেই আছেন, বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন- তারা না জেনে shall, will বা should, would এর ভুল ব্যবহার করেন। অনেকে মনে করেন এটি না জানলেও চলবে কিন্তু আমি মনে করি ইংরাজি শিখতে হলে এগুলো জানার প্রয়োজন আছে। তাই আজকে আমি shall, should এবং will, would এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। সঙ্গে অবশ্যই উদাহারন থাকবে spoken English practice করার জন্য। আর তার সাথে `ব্যবহার গুলোও শিখব, যাতে আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসে।

সাধারণত Future Indefinite Tense এ Shall অথবা Will ব্যবহার হয়। ভবিষ্যত ঘটনা বা Future incident বুঝাতে: I ও We এর সাথে shall ব্যবহার হয় । Future Indefinite Tense চেনার সহজ উপায় হলো - বাংলা বাক্যের শেষে বো, বে, বেন, ইব, ইবে, ইবেন ইত্যাদি যুক্ত থাকে। চলুন এবার বিষয়টি পরিষ্কার করা যাক কিছু উদাহারনের সাহায্যে-

এখানে মনে রাখতে হবে, I এবং We এর সাথে Shall বসে এবং বাকি সব ক্ষেত্রে Will বসে।

Shall এবং Will এর ব্যবহারঃ
আমি কাজটি করব।
I shall do the work.

আমরা কাজটি করব।
We shall do the work.
প্রশ্নবোধক বাক্যে যখন shall বা will এর ব্যবহার করা হয় তখন তা অনুমতি বা প্রার্থনার রূপ ধারন করে। যেমন-

আমি কি তোমার জন্য এটা করব?
Shall I do it for you?

আমরা কি ড্যান্স করব?
Shall we dance?

I এবং We এর সাথে Shall বসে, বাকি সব ক্ষেত্রে Will বসে, কিন্তু বাক্যে যদি আদেশ, হুমকি বা দৃঢ় প্রতিজ্ঞা বুঝায়, মানে বাক্যটিকে জোর দিয়ে বোঝানোর জন্য 2nd এবং 3rd Person এর সাথে shall ব্যবহৃত হয় আর I এবং We এর সাথে Will ব্যবহৃত হবে।

উদাহারনঃ

আমি তোমাকে উচিত শিক্ষা দেবো।
I will teach you a good lesson.

তুমি আমার আদেশ পালন করবে।
You shall carry out my order.


Follow me on Facebook
https://goo.gl/g5SUUK

Follow me on Google+
https://goo.gl/TEjgGM

Subscribe My Channel"Bangla to English speaking course"
https://goo.gl/sZwqSz

Visit My Blog for more Bengali to English tutorials:
https://english-bengali.blogspot.in

Комментарии

Информация по комментариям в разработке