বাজারে আসলো ব্যাটারী,মটর এবং কন্ট্রোলার রক্ষাকারী আধুনিক এবং পরীক্ষিত অটো ডিভাইস।

Описание к видео বাজারে আসলো ব্যাটারী,মটর এবং কন্ট্রোলার রক্ষাকারী আধুনিক এবং পরীক্ষিত অটো ডিভাইস।

অটো ডিফেন্সার ব্যাটারি সেভার।

ইজিবাইক মিশুক এবং ব্যাটারি চালিত অটোরিক্সা জয় করে এবার ডিভাইসটি সমান তালে ড্রাই ব্যাটারি তে কিভাবে কাজ করে সেটা এ ভিডিওর মাধ্যমে লাগিয়ে প্রমান সহকারে দেখানো হয়েছে এ ধরনের ডিভাইস লাগানোর ফলে আপনার গাড়ি প্রতিদিন 20 থেকে 30 কিলোমিটার মাইলেজ বেশি পাওয়া যায় তাই এই ভিডিওর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলতেছে কিভাবে ডিভাইসটি ভ্যানগাড়িতে লাগাতে হয় এই ভিডিওর মাধ্যমে লাগিয়ে দেখানো হয়েছে।

ব্যাটারি চালিত ইজিবাইক, অটোরিকশা, মিশুক ও অটো গাড়ির ডিভাইস গুণাবলী ও সেটআপ করার নিয়ম-


ডিভাইসটির সুবিধা--
অটো গাড়ির ব্যাটারি গুলোকে একটানা দীর্ঘদিন চালাতে সাহায্য করে,
এটি ব্যবহারের ফলে ব্যাটারির সেলগুলো ওপর বেশি চাপ দিতে পারে না হলে সেলগুলো ক্ষয় হয় না এজন্য ব্যাটারির সেলভেল সমস্যা খুবই কম হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত গাড়ির টান একই রকম রাখে এবং বিদ্যুৎ খরচ কম আসে, গাড়ির মাইলেজ প্রতিদিন ব্যাটারির অবস্থা অনুযায়ী আগের চেয়ে ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত মাইল লেন্স পাওয়া যায়। ডিভাইস লাগানোর সাথে সাথে গাড়ির বর্তমান যে টান আছে তাহার চাইতে বৃদ্ধি পাবে।

এই ডিভাইস ব্যবহার করলে গাড়ির ভোল্টেজ সব জায়গায় সমান বন্টন করে থাকে। এজন্য ব্যাটারি গুলোকে সিস্টেম লস থেকে রক্ষা করে, ফলে ব্যাটারিগুলোর এনার্জি সেভ করে থাকে। ডিভাইসটি ব্যবহারের মাধ্যমে ব্যাটারি কন্ট্রোলার এবং মোটরের অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে থাকে।

ডিভাইসটির গাড়িতে ব্যবহারের নিয়মাবলী :

ব্যাটারির লাল এবং কাল ক্যাবল ডিভাইসটির ইনপুটে কানেকশন করতে হবে, এবং ডিভাইসের আউটপুট এর লাল এবং কালো ক্যাবলের সাথে কন্ট্রোলারের হলুদ বক্সের লাল কালো ক্যাবলের সাথে কালেক্ট করতে হবে। সার্কিট ব্রেকার অফ করে কালেক্ট করতে হবে যদি কালেকশন সঠিক হয়। সার্কিট বেকার অন করার সাথে সাথে ডিসপ্লেটি অন হবে। রাতে সার্কিট বেকার বন্ধ করে রাখলে ডিভাইসটি ভালো থাকবে।

ডিভাইসটি অবশ্যই পলি কাগজ দিয়ে প্যাকেট করে ব্যবহার করবেন যাতে কোনোভাবেই ভিতরে পানি প্রবেশ করতে না পারে, ডিভাইস টি কোন প্রকার সমস্যা দেখা দিলে অবশ্যই আমাদের সার্ভিসিং সেন্টারে পাঠাবেন অন্যথায় ওয়ারেন্টি প্রযোজ্য হবে না?
বাংলাদেশের যে কোন স্থানে কোরিয়ার সার্ভিসের মাল পাঠানো হয়।
যোগাযোগ : 01995-853-694


*************************************
শুধু মাএ দোকান/শো-রুমের বিজ্ঞাপনের-জন্য নিম্নের ফোন নাম্বারে যোগাযোগ করুন
01647557800

Комментарии

Информация по комментариям в разработке