মাচায় ব্রয়লার মুরগি পালনের সুবিধা ও অসুবিধা || Nusaiba poultry farm

Описание к видео মাচায় ব্রয়লার মুরগি পালনের সুবিধা ও অসুবিধা || Nusaiba poultry farm

মাচায় ব্রয়লার মুরগি পালনের সুবিধা ও অসুবিধা || Nusaiba poultry farm
@nusaibapoultryfarm2838

পোলট্রি ফার্মে এর সামগ্রী ও গরমের শেড ঠাণ্ডা রাখার ঝর্না ও ফগার ক্রয় করতে কল করুনঃ 01941771491, 01715828031



social_media_link:
fb page:   / nusaibapoult.  .
creator: fb:   / md.noruddin.7  
fb gourp:https:   / 80381.  .






1: পোল্ট্রি ফারমের গরমের সমস্যা সমাধান
link: https://shorturl.at/QCxwC

2.প্লাস্টিক নেটের মাচার খামারের সুবিধা
link: https://rb.gy/4wuqxp

3. গরমে বালিতে মুরগি পালনের উপকারিতা
link: https://rb.gy/4z67np

4.মুরগির বাচ্চা প্রতারক কিভাবে আমাদেরকে প্রতারিত করে
link: https://rb.gy/9pou18

5. হিটস্ট্রোক থেকে রক্ষা পাওয়ার সহজ উপায়
link: https://rb.gy/adoyad




ব্রয়লাল মুরগী পালন ও পরিচর্যা

এই চারটি দেশই সমস্ত জগতের ব্রয়লার মুরগির ব্যবস্থা নিয়ন্ত্র করে। ব্রয়লার আর সাধারণ পাঁচটা মরগির মতো। তবে খুবই উচু জাতের যাদের সৃষ্টি করা হয়েছে প্রচন্ড নির্বাচন এবং বংশগতি ধারার বিশেষ ক্রম অনুসারে।

ব্যবসায়ের জন্য ব্রয়লার মুরগি নির্বাচনঃ
(১) একদিনের বাচ্চার ওজন হবে ৩৬ থেকে ৪০ গ্রাম। দেখা গেছে এদিনের বাচ্চার দেহের ওজন যদি ভাল হয় তবে বেচার সময় ব্রয়লার মুরগির ওজন ভালই দাড়াবে।

(২) বংশগতি ধারার ভাল ক্রিয়াকর্মঃ যদি ভাল বংশগতি ধারার মুরগির বাচ্চা না হয় তবে ব্যবসায় খুব এটা সুবিধা হবে না। প্রায়ই সময় দেখা যায় একদল ব্রয়লার মুরগি অন্য দলের চেয়ে ভাল বাড়ে, বেশি সংখ্যায় বাছে, সুলক্ষণযুক্ত, সমান এবং বেশ ভালো পরিমাণে দেহে মাংস লাগায় সুষম খাদ্য খাওয়ার অনুপাতে । যে বাচ্চা মুরগির প্রেরক অবশ্যই শৃঙ্খলের কায়দার মুরগির বাচ্চা দিয়ে যাবে। এই নিয়মের ব্যতিক্রম হলেই সম্পূর্ণ ব্যবসাটি মার খাবে। আরো ভাল হয় যদি হ্যাচারি সংস্থা সমপ্রসারণ এবং কারিগরি জ্ঞান দরকার পড়লে দিতে পারে।

(৩) সুষম খাদ্য খুব উচুদের হওয়া চাই। অর্থাৎ খাওয়ার অনুপাতে দেহে যেন মাংস লাগে। খুব তাড়াতাড়ি বাড়ার জন্য ব্রয়লারের দরকার একই সঙ্গে উচ্চু পর্যায়ে আমিষ এবং শক্তি বা বেশি তাপ দিতে পারে এমন খাবার। ০-৬ সপ্তাহের ব্চাচার জন্য ব্রয়লার সুশস খাদ্যে থাকবে প্রতি কেজি খাবারে আমিষ ২২.২৪% , বিপাকীয় তাপ ২৯০০-৩০০০ কিলোক্যালরি। ব্জারে যাবার আগে ব্রয়লার মুরগির সুষম কাদ্যে থাকবে ১৯-২০%, বিপাকীয় তাপ ৩০০০/৩২০০০ কিলো ক্যালরি প্রতি কেজি খাবারে। ব্রয়লার বাজারে যাবার আগের খাবার ৫-৬ সপ্তাহ বয়সে দেওয়া যেতে পারে।

(৪) আমি ষ বিশেষ করে অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে লাইসিন এবং মেথিও নাইন খবুই গুরুত্বপূর্ণ । কারণ এরা মুরগির বাড়ের জন্য সাহায্য করে। খাবারকে মাংসে পরিনত করে। ফলে ব্রয়লার ব্যবসায়ে পয়সা আসে।

(৫) ব্রয়লার মুরগির খাবারে মোটা আশের শতকরা হার ৬ এর বেশিদ কখনোই হবে না।

(৬) ভিটামিন A, B2, D3, B12 এবং K ভীষন প্রয়োজনীয়।

(৭) পটাসিয়াম, আয়োডিন, ম্যাঙ্গানিজ সালফেট এবং জিঙ্ক কার্বনেট পৃথকভাবে ভাল করে মিশিয়ে মুরগিকে খাওয়ানো উচিত।

(৮) ব্রয়লার মুরগির খাবারে বীজঘ্ন নামমাত্র পরিমাণে মেশানো উচিত। লাভটা এই হবে বাচ্চা মুরগির দেহে সুপ্তভাবে যদি কোন রোগ থেকে থাকে তবে এই বীজঘ্ন খাওয়াবার দরুন মুরগির দেহে চট করে রোগাক্রমণ ঘটবে না।

ব্রয়লার মুরগি থেকে ভাল লাভ করতে হলে খামারীদের যা করনীয়

ব্রয়লার মুরগি খাবারে এলো আর গেল নীতি মানাটাই বুদ্ধিমানের কাজ। পলে খামারে একই বয়সের মুরগি থাকবে। এবং এ বয়সী মুরগি থেকে অপর বয়সী মুরগিদের মধ্যে রোগ ছড়াতে পারবে না।
আরো পড়ুনঃ https://shorturl.at/0ZvZQ






আসসালামু আলাইকুম,
প্রিয়,
ভাই বন্ধু ও বনেরা ,
আপনাদের উদ্দেশে আমার এই NUSAIBA POULTRY FARM youtube চ্যানেলটি খোলা,
আমার এই চ্যানেলটিতে কৃষি বিষায়ক ভিডিও আপলোড করা হবে।
বিশেষ করে ব্রয়লার ও দেশি মুরগী কিভাবে বাণিজ্যিক ভাবে পালন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও পাবেন।
আশা করি আপনারা আমার চ্যানেল SUBCRIBE করে পাশে থাকবেন।
ধন্যবাদ

Комментарии

Информация по комментариям в разработке