ঈশা খাঁর পুত্র মুসা খাঁর কবর||বা‌রো ভুইয়া প্রথান মুসা খাঁর কবর |Tomb of Musa kha

Описание к видео ঈশা খাঁর পুত্র মুসা খাঁর কবর||বা‌রো ভুইয়া প্রথান মুসা খাঁর কবর |Tomb of Musa kha

মুসা খাঁর কব‌রের সন্ধা‌নে। অব‌হেলায় বাংলার বা‌রো ভূইয়ার কবর‪@ToTheFocus‬

মুসা খাঁ ছি‌লেন ঈসা খার পুত্র । ঈসা খাঁ ও মুসা খাঁ দুজনই ছি‌লেন বাংলার বা‌রো ভূইয়া। মুসা খাঁ ছিলেন  তার বাবার মতই প্রতাপশালী  বা‌রো ভূইয়া এবং একই সা‌থে বীর যোদ্ধা। মুঘলদের অন‌্যায় অ‌বিচা‌রের বিরুদ্ধে ছি‌লেন লড়াকু । কা‌লের বিবর্তনে সেই ক্ষমতাধর অধিপতি অযত্ন আর অব‌হেলায় শা‌য়িত আ‌ছেন এই পলাশ গাছ তলায়। নেই নাম ফলক বা স্মৃ‌তি‌চিন্থ।
কব‌রের পাশেই র‌য়ে‌ছে তার নি‌জের তৈরী মসজিদ যেটিও আজ এ‌কেবা‌রে ধ্বংসের দ্বারপ্রান্তে।
আজকের ভিডিওতে আপনাদের মুসা খার কবর ও মসজিদ সর্ম্পকে কিছু তথ‌্য তু‌লে ধরার চেষ্টা কর‌বো । দেখাব। জানাব এর ইতিহাস। আশা করি পুরো ভিডিওজুড়ে সঙ্গে থাকবেন। জীবন ক্ষনস্থায়ী । জীবদ্দশায় একজন ক্ষমতাধর ব‌্যক্তি যতই ক্ষমতাধর হোক না কেন মৃত‌্যু অ‌নিবার্য ও চিরন্তর । মৃত‌্যুর মধ‌্য দি‌য়ে হ‌য়ে যায় অতীত কেবলই স্থান পায় স্মৃ‌তির ম‌নি‌কোঠায়। মূসা খাঁ যিনি মুঘল শাসনামলে বাংলার বারো ভূঁইয়াদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষমতাধর ছিলেন।ঢাকাবিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পেছনে ভূ-তত্ত্ব বিভাগ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।
মুসা খাঁকে জানতে হলে প্রথমে বারো ভূঁইয়াদের সম্পর্কে জানা প্রয়োজন। বাংলার যেসব জমিদার মুঘল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরকে বারো ভূঁইয়া বলা হয়। তবে বারো ভূঁইয়া বলতে শুধুমাত্র বারো জন ভূঁইয়াকে বোঝাতো না, বরং স্থানীয় অনেক জমিদার এতে সম্পৃক্ত ছিলেন। যদিও, ভূইয়াদের মধ্যে বারো জন খুব শক্তিশালী ও নেতৃত্বস্থানীয় ছিলেন বিধায় তাদের নাম সর্বাধিক পরিচিত ছিল। বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খাঁ। ১৫৯৯ সালে ভাটি অঞ্চলের এই অধিপতির মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ পিতার স্থলাভু‌ষিত হন। তিনিও পিতার মতোই সাহসী বীর যোদ্ধা ছিলেন। তার রাজ্য ছিল বর্তমানের বৃহত্তর ঢাকা, কুমিল্লার অর্ধাংশ, বৃহত্তর ময়মনসিংহ, রংপুর, বগুড়া ও পাবনা জেলাজুড়ে। মুঘলদের বিরুদ্ধে পিতার মতোই প্রবল প্রতিরোধসংগ্রাম গড়ে তুলেছিলেন মুসা খাঁ। শেষ জীবনে দীর্ঘদিন জটিল রোগে ভুগে ১৬২৩ সালের এপ্রিল মাসেই ইন্তেকাল করেন। এরপর বাগ-ই মুসাতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এটিই সেই মুসা খার কবর। দেখে বোঝার উপায় নেই যে, এখানে শায়িত আছেন বাংলার একজন প্রতাপশালি শাসক। নেই কোনো নামফলক। কেবল সাদা রঙ দিয়ে আঁকা-বাঁকা অক্ষরে দায়সারাভাবে লেখা— মুসা খার কবর। তবে একদম কাছে গিয়ে মাথা ঝুকিয়ে না দেখলে লেখাটি বোঝার উপায় নেই। এককথায় বলা যায় উপেক্ষা-অযত্নে পড়ে হয়ে আছে কবরটি।
সাধারণত খুব একটা দর্শনার্থী এখানে আসেন না। যারা আসেন, তারা একজন সাহসী বীর যোদ্ধার কবরের এমন দশা থেকে হতাশ হন। এই অবহেলা তারা যেন কিছুতেই মানতে পারেন না।
কবরের পাশেই মুসা খাঁর স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে মুসা খাঁর মসজিদ। একটি উঁচু ভিত্তির উপর মসজিদটি নির্মিত। ভূমি থেকে এর উচ্চতা ৩ দশমিক শূন্য ৫ মিটার। দক্ষিণ–পশ্চিম কোণে রয়েছে সিঁড়ি, ১২টি ধাপ বেয়ে উঠতে হয় মসজিদে। সামনে বারান্দার মতো খোলা চত্বর। মুঘল স্থাপত্যরীতিতে তৈরি মসজিদে তিনটি গম্বুজ। মাঝেরটি বড়। গম্বুজগুলোর চূড়া এবং শীর্ষ পদ্ম ও কলসে অলংকৃত। এ ছাড়া চারপাশে রয়েছে চারটি অষ্টভুজাকার বুরুজ এবং পাশ দিয়ে মোট ১২টি সরু মিনার। দরজা মোট ৫টি। মসজিদের ভেতরে তিনটি কাতার এবং বাইরে চারটি মিলিয়ে মোট সাতটি কাতার রয়েছে। প্রতি কাতারে প্রায় ২৫ জন করে মোট ১৭৫ থেকে ১৮০ জনের মতো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদ ও মুসা খার কবরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ। তবে কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন বিবর্ণ হয়ে আছে।
মসজিদে নিয়মিত নামাজ হলেও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বং‌সের দাড় প্রা‌ন্তে। আশা করি সরকার, এ ব্যাপারে দৃষ্টি দেবে। তা না হলে, প্রত্নসম্পদ সঠিকভাবে সংরক্ষণে জনমত গড়ে তুলতে হবে ইতিহাসপ্রেমীদের।
-----------------------------
history, heritage, nature, ঈশা খাঁর পুত্র মুসা খাঁর কবর, Grave of Musa Khan at Dhaka University, Dhaka University, মুসা খাঁর কবর, ঈশা খাঁ, ঈশা খাঁর রাজধানী, বা‌রো ভূইয়া, ঐতিহ‌্য, ইতিহাস, অয‌ত্নে মুসা খাঁর কবর, ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে মুসা খাঁর কবর, মুসা খাঁর কব‌রের খো‌জেঁ, মুসা খাঁর জীব‌নী, musa kha, tomb of isa kha, tomb of musa kha, dhaka university, মোঘল আম‌লের মস‌জিদ, মুসা খাঁ মস‌জিদ, musa kha mosque, isa kha‪@ToTheFocus‬
---------------------------------------------------
#মুসাখাঁরকবর
#মুসাখাঁ
#মুসাখাঁরকব‌রের‌খো‌জেঁ
#ঈশাখাঁ
#বাংলারবা‌রোভূইয়া
#ঈশাখাঁররাজধানী
#Isakha
#Musakha

Комментарии

Информация по комментариям в разработке