বায়োফ্লকে গুলসা মাছে 🐟ফাঙ্গাস জনিত সমস্যা হয়েছে😥।

Описание к видео বায়োফ্লকে গুলসা মাছে 🐟ফাঙ্গাস জনিত সমস্যা হয়েছে😥।

বায়োফ্লক একটি আধুনিক প্রযুক্তির নাম। যে পদ্ধতি ব্যবহার করে অল্প যায়গায় অধিক পরিমাণ মাছ উৎপাদন করা যায়। যদিও বাংলাদেশে এই প্রযুক্তিটি সফল হতে পারেনি সঠিক পদ্ধতি ব্যবহার না করার ফলে। এই পদ্ধতিতে মানুষ অনেক বেশি ঝুকে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ট্রেনিং-এর নাম করে অনেক টাকা হাতিয়ে নেয়। এখানে ট্রেনিং এর কোনো ব্যাপার নেই। একটু বুঝে শুনে কাজ করলেই এই পদ্ধতি ব্যবহার করে মাছ উৎপাদন করা যায়। ইতিমধ্যে আমরা হারভেস্ট দেখিয়েছি। ইনশাআল্লাহ সামনে আরও দেখাবো। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য একটাই আর কেউ যেন মানুষকে অহেতুক ঠকাতে না পারে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।


আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?...

ইমেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: 01949872200


#biofloc #fishing #fish #বায়োফ্লক #bioflocsystem #biofloc_fish_farming #bioflocfish #bioflocfishfarming #বায়োফ্লকে_মাছ_চাষ #মাছ

Комментарии

Информация по комментариям в разработке