Muktijoddhara Kothay Acho Lukiye | মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে | Hyder Husyn's Song

Описание к видео Muktijoddhara Kothay Acho Lukiye | মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে | Hyder Husyn's Song

" মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে, muktijoddhara kothay acho lukiye by hyder husyn, মুক্তিসেনারা তোমাদের চোখে নোনা জল, muktijoddhara hyder husyn's song, মুক্তিসেনারা তোমাদের চোখে নোনা জল, muktijoddhara kothay acho lukiye hyder husyn, মুক্তিযোদ্ধারা - হায়দার হোসেন, muktijoddhara kothay acho lukiye lyrics, মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে লিরিক্স, hyder husyn songs, হায়দার হোসেনের গান, best of hyder husyn, hyder husyn, হায়দার হোসেন, দেশাত্মবোধক গান "

গান : মুক্তিযোদ্ধারা
কণ্ঠশিল্পী : হায়দার হোসেন
কথা : হায়দার হোসেন
সুর : হায়দার হোসেন

লিরিক্স: মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান,
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনা জল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।

আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ,
আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ।
তবে কি ম্লান সেই সৃতি
কোথায় সেই সম্প্রিতি
আজ কেন হানাহানি
হিংস্রতা দিবাযামি
একে অপরের যেন চক্ষুশুল।

মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান,
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মু্ক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।

মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুষ্টের করবো পরাজয়,
মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুস্টের করবো পরাজয়।
একি বড় বেশি চাওয়া
না মানবোনা ফিরে যাওয়া
থেকো নাকো নিশ্চুপ
ফিরিয়ে নিও না মুখ
তোমাদের আগমনে ভাংগবে ভুল।

মু্ক্তিযুদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান..।।

হায়দার হোসেন একজন জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক এবং কী-বোর্ড বাদক। তিনি মূলত সমাজ, মানবতা ও দেশ এর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে গান করে থাকেন। এ শিল্পীর গাওয়া ‘তিরিশ বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এবং ব্যাপক জনপ্রিয়।
হায়দার পুরান ঢাকার বেগম বাজারে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এয়ারক্রাফট প্রকৌশল নিয়ে।
বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন। বর্তমানে তিনি নিজেই গানে কণ্ঠ দেন এবং পরিচালনা করেন।
হায়দার হোসেনের গাওয়া উল্লেখযোগ্য গান সমূহের মধ্যে রয়েছে
আমি ফাইসা গেছি, মাইনকার চিপায়
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
গনতন্ত্র
৩০ বছর
আমি সরকারী অফিসার
শাড়ি
মুক্তিসেনারা তোমাদের চোখে নোনা জল
তুমি আমার সেনাবাহিনী
মেইড ইন বাংলাদেশ
আমি যে মূর্খ নাদান
চোখের পাতায় ঘুম নেই
একটি খোলা আকাশ
আমি স্বপ্ন দেখি স্বপ্ন
বাংলাদেশ আমার প্রাণ আমার দেশ
মন কী যে চায় বলো
প্রথম দেখায় হৃদয় দোলা
এক দুঃখীজনের গল্প
একটু মিনতি

Music in this video
Learn more
Song
Muktijoddhara
Artist
Hyder Husyn
Album
Best of hyder husyn
Licensed to YouTube by
GoldenEraBangla, " muktijoddhara kothay acho lukiye, keno eto oviman " ; Engr. Rokonuzzaman Shishir, Dhaka, Bangladesh.

Комментарии

Информация по комментариям в разработке