মাধাইয়া-কলাগাঁও মডেল মসজিদ | কুমিল্লার চান্দিনায় মডেল মসজিদ | মডেল মসজিদ | BD Mosque
কুমিল্লার চান্দিনা উপজেলা মডেল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে সারা দেশের ৫০টি মডেল মসজিদের সাথে চান্দিনার মাধাইয়া-কলাগাঁও এলাকার দৃষ্টিনন্দন ওই মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চান্দিনা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
২০১৮ সালে ১২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। ওই মডেল মসজিদটির কাজ নির্মান কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তার সময় এবং নির্মাণ ব্যয় বাড়ানো হয়। সর্বশেষ ১৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই মসজিদটি সোমবার আনুষ্ঠানিক ভাবে পূর্ণতা পায়।
৩ তলা বিশিষ্ট মসজিদটিতে প্রতি ওয়াক্ত একই সাথে ৫০জন নারীসহ ৯শ মুসল্লী একই সাথে নামাজ আদায় করতে পারবেন। রয়েছে ইমাম ট্রেনিং সেন্টার, প্রতিবন্ধি প্রার্থনা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ম্যাসএডুকেশন কক্ষ,অটিজম কর্ণার,উপ-পরিচালকের কক্ষ, সভাকক্ষ সহ ৩২ সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপস চন্দ্র শীল, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. সাহাবুদ্দীন খাঁন,দারোরা জামেয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্,ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী কাজী তৌহিদুল আলম মঈন,মাওলানা কেফায়েত উল্লাহ সহ বিভিন্ন জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন-ইসলামিক ফাউন্ডেশন চান্দিনা উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মাহবুব রহমান।
কুমিল্লার চান্দিনায় মডেল মসজিদের জন্য তিন কোটি টাকা মূল্যের জমি দান করেছিলেন ওই আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।
কিন্তু ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য।
এ নিয়ে দলের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাবেক রেলপথ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এমপি বলেন,চৌদ্দগ্রামে মডেল মসজিদ উদ্বোধন করায় বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন। এ দেশে যত উন্নয়ন প্রধানমন্ত্রী শেখহাসিনার দ্বারাই হয়েছে আগামীদিনেও হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই মডেল মসজিদটিতে ৮৫০ জন পুরুষ ও ৩০০জন মহিলাসহ মোট সাড়ে ১১শত মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
আধুনিক সব সুযোগ-সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কমেপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হাফেজ বিভাগ, অর্টিজম কর্নার, মাস এডুকেশন প্রজেক্ট রুম, শিশুশিক্ষা, প্রতিবন্ধীদের প্রার্থনা কক্ষ, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, সাব-স্টেশন, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স।
দ্বিতীয় তলায় মূল নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওজুখানা, টয়লেট, হিসাব কক্ষ। ৩য় তলায় মহিলাদের জন্য নামাজ কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ। এছাড়াও মেহেরাব, সিঁড়ি ও একটি সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার রয়েছে।
স্থানীয়রা জানান, মডেল মসজিদটি আমাদের উপজেলায় এটি সর্বপ্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। শুধু চৌদ্দগ্রাম নয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দিয়ে যাতায়াত করা সকল মুসলমানরাই চৌদ্দগ্রাম দিয়ে যাওয়ার সময় নামাজ আদায় করতে পারবেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার (১৬ জানুয়ারি) মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, প্রশাসন, আওয়ামী লীগ-সহযোগী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
#modelmosque
#bdmosque
#চান্দিনামডেলমসজিদ
চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর বাবা এ আসনের (চান্দিনা) পাঁচবারের এমপি ছিলেন। তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর উদ্যোগ মডেল মসজিদ নির্মাণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কলাগাঁও এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি দান করে মসজিদের ভিত্তিপ্রস্তরও স্থাপন করে গেছেন। নান্দনিক এ মসজিদের সাথে তাঁর বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
দুঃখজনক।
Информация по комментариям в разработке