#bd_darpan#Bangladesh .
BD DARPAN is one of the best YouTube feature channels in Bangladesh. This channel will provide you Art show, Country Profile, and Talk show & many knowledge base program & documentary.
Please don't forget to subscribe to this channel.
#অনেক বেশি লাভ পুতিনের
#রাশিয়ার তেল ও গ্যাস আমদানির উপর ইউরোপিয় ইউনিয়ন যে নতুন নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে খোদ ইউরোপের দেশগুলোই প্রতিবাদ করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেছেন, এসব নিষেধাজ্ঞার অর্থ হবে হাঙ্গেরির অর্থনীতির উপর পারমানবিক বোমা ফেলা। প্রতিবাদের মুখে এক দফা নিষেধাজ্ঞার প্রস্তাব সংশোধন করেছে ইউরোপিয় ইউনিয়ন।
পাইপলাইন দিয়ে আমদানি করা তেলকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এদিকে, নিষেধাজ্ঞার চাপ সামলাতে গিয়ে ইউরোপের বহু মিলিয়ন মানুষ সঙ্কটে পড়েছে। শীত মওসুমে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে, রাশিয়াকে পঙ্গু করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তাদের অর্থনীতি আরও চাঙ্গা হয়েছে। তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আয় বেড়ে গেছে রাশিয়ার। এর বিপরীতে দরকারি খাদ্য আমদানি করতে না পেরে সঙ্কটে পড়েছে ইউরোপ ও আফ্রিকার বহু দেশ। এর সবচেয়ে বড় ধকল সহ্য করতে হচ্ছে গরিবদেরকে।
ব্রিটেনের প্রায় ছয় মিলিয়ন বাড়িতে এই শীতে সকাল সন্ধ্যা বিদ্যুৎ-বিহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সমস্যায় পড়তে যাচ্ছে ইউরোপের আরও বহু জায়গার অধিবাসীরা। রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে এই সমস্যা তৈরি হয়েছে। ইউরোপ এখনও রাশিয়ার কাছ থেকে যে পরিমাণ গ্যাস আর তেল নিচ্ছে, সে জন্য প্রতিদিন তাদেরকে এক বিলিয়ন ডলার পরিশোধ করতে হচ্ছে। তার পরও এই সঙ্কট তৈরি হয়েছে।
দ্য গার্ডিয়ানের কলামিস্ট সাইমন জেনকিন্স বলেছেন, এটা একটা উন্মাদনা ছাড়া কিছু নয়। ইউরোপিয় ইউনিয়ন রাশিয়াকে মূল্য পরিশোধ করা বন্ধের প্রস্তাব দিয়েছে। কিন্তু রাশিয়া সীমান্তের কাছে যে সব দেশ রয়েছে, যারা নিজেদের চাহিদার জন্য রাশিয়ার তেলের উপর নির্ভরশীল, তারা স্বাভাবিকভাবেই ইউরোপিয় ইউনিয়নের প্রস্তাবের বিরোধীতা করেছে।
জার্মানি তাদের তেলের ১২ শতাংশ, আর গ্যাসের ৩৫ শতাংশ কেনে রাশিয়ার কাছ থেকে। ইউক্রেন যুদ্ধের আগে এই নির্ভরতা ছিল আরও বেশি। তখন তেলের ৩৫ শতাংশ, আর গ্যাসের ৫৫ শতাংশই রাশিয়ার কাছ থেকে কিনতো জার্মানি। রাশিয়ার তেল গ্যাসের উপর হাঙ্গেরির নির্ভরতা রাশিয়ার চেয়েও বেশি।
ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নকে দেখে মনে হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কি করতে হবে, তা তারা জানে না। একটা কূটনৈতিক বোঝাপড়ার প্রস্তাব উঠেছে। সেটা হলো পাইপলাইন দিয়ে যে তেল গ্যাস আমদানি হবে, সেটাকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে। শুধু জাহাজে পরিবহনযোগ্য রফতানির উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইউরোপিয় ইউনিয়নে রাশিয়া যে তেল রফতানি করে থাকে, এর ৭০ শতাংশই ট্যাঙ্কারে পরিবহন করা হয়। হাঙ্গেরি আর জার্মানি হয়তো এতে কিছু স্বস্তি পাবে। কিন্তু আসলে বাস্তবসম্মত কোন পরিকল্পনার ব্যাপারে এখনও ইইউ ঐক্যমতে পৌঁছতে পারেনি। আসল কারণ হলো নিষেধাজ্ঞার অস্ত্র নিয়ে যে সব যুক্তিতর্ক হয়েছে, সেগুলো এক ধরণের শক্তি প্রদর্শনের খেলায় পরিণত হয়েছে। তাদের উদ্দেশ্য হওয়ার কথা বিদেশী একটি শক্তিকে তাদের অগ্রহণযোগ্য নীতি পরিবর্তনের জন্য চাপ দেয়া। তবে, বাস্তবে খুব কমই সেটা ঘটেছে। আর রাশিয়ার ক্ষেত্রে তো নিষেধাজ্ঞা পরিস্কারভাবে ব্যার্থই হয়েছে।
#ইউক্রেন,#রাশিয়া.#খারকিভ,#খারসন,#মারিওপুল,#ওডেসা,#জেলেনস্কি,#পুতিন,#ল্যাভরভ,#শোইগু,#লুহানস্ক,#ডোনেটস্ক,#সেভারোডোনেটস্ক,#জাপান,#শিনজোআবে,#ইউরোপ,#ন্যাটো,#বুলগেরিয়া,#চেক,#জার্মানি,#ফ্রান্স,#আমেরিকা,#বাইডেন,#এরদোয়ান,#চীন,#পোল্যান্ড,#সুইডেন,#মলডোভা,#খাদ্যশস্য,#নাইট্রোজেন,#ফসফেট,#কোভিড,#বিশ্বব্যাংক,#
ANTI-PIRACY WARNING
---------------------------------------
This content's Copyright is solely owned by BD DARPAN Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the material.
Информация по комментариям в разработке