গুলিয়াখালি সমুদ্রসৈকত এবং মহামায়া লেক । guliakhali sea beach | mohamaya lake | সীতাকুণ্ড পর্ব ২

Описание к видео গুলিয়াখালি সমুদ্রসৈকত এবং মহামায়া লেক । guliakhali sea beach | mohamaya lake | সীতাকুণ্ড পর্ব ২

গুলিয়াখালি সমুদ্রসৈকত এবং মহামায়া লেক । guliakhali sea beach | mohamaya lake | সীতাকুণ্ড পর্ব ২

বর্তমান সময়ে বহুল আলোচিত এক স্থান গুলিয়াখালি সৈকত, যা সীতাকুণ্ডের মুরাদপুর বেরিবাধের পাশে অবস্থিত । সীতাকুণ্ড মুল শহর থেকে সিএনজি তে করে যেতে সময় লাগবে ২০ মিনিটের মত । এখানে গিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন ,আর ভাববেন এই দেশটা কতই না সুন্দর ! পাশেই রয়েছে ম্যানগ্রোভ ব, যেখানে দেখা পেয়ে যেতে পারেন বন্য হরিণ আর অসংখ্য প্রজাতির পাখির ।
অন্যদিকে, মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হৃদ। এর আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার। মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা ১১ বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে গঠিত মহামায়া লেক। অনেকের ধারণা নেই কত সুন্দর প্রাকৃতিক রূপে সেজে আছে চট্রগ্রামের মিরসরাই এর মহামায়া লেক। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হৃদ। মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা ১১ বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে গঠিত মহামায়া লেক। আপনি যদি এই যায়গায় না যান তবে মনে করবেন আপনার চট্রগ্রাম সফরটাই বৃথা! মহামায়া লেক (Mohamaya Lake) একটি প্রাকৃতিক লেক বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। আপনি বোটে করে লেক পার হয়ে দূর পাহাড়ে অবস্থিত ঝর্ণার শীতল পানির ছোঁয়া নিয়ে আসতে পারেন। মহামায়া লেকের ঝর্ণার পানিতে গোসল করার অনুভূতি অসাধারণ। এই প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে, এটি লেকের পানি থেকে পার্শ্ববর্তী এলাকার সেঁচের পানি প্রাপ্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে জল বিদ্যুৎ প্রকল্প করার জন্য এই প্রোজেক্ট হাত নিয়েছে। এখানে না গেলে আপনার অদেখা থেকে যাবে অতুলনীয় কিছু সুন্দর দৃশের !

Комментарии

Информация по комментариям в разработке