সঙ্গীতপরিচালক রাহুল দেব বর্মনের জীবনের কাহিনী | Biography of R. D. Burman | Music | R. D Burman

Описание к видео সঙ্গীতপরিচালক রাহুল দেব বর্মনের জীবনের কাহিনী | Biography of R. D. Burman | Music | R. D Burman

আর ডি বর্মণকে সকলে ভালোবেসে পঞ্চম দা বলে ডাকতেন। ৬০ থেকে ৮০ এর দশক পর্যন্ত অনেক সুপারহিট গান উপহার দিয়েছিলেন আর ডি বর্মণ। তাঁর জন্ম হয়েছিল ১৯৩৯ সালের ২৭ জুন। তিনি তাঁর সঙ্গীতের মাধ্যমে শুধু দেশ নয়, গোটা বিশ্বে ভারতীয় সিনেমার সঙ্গীতকে এক আলাদা পরিচয় দিয়েছিলেন। পঞ্চম দা (Pancham Da), যিনি হিন্দি সিনেমাতে টানা তিন দশক ধরে রাজত্ব করেছিলেন, তিনি তাঁর সুরের জাদুতে ৩৩১টি সিনেমাকে সঙ্গীতমুখর করে তুলেছিলেন। পঞ্চম তাঁর সঙ্গীত পরিচালনার জন্য যেমন বিখ্যাত ছিলেন তেমনি তাঁর কণ্ঠের জন্যও বিখ্যাত ছিলেন।তাঁর জন্ম হয়েছিল ব্রিটিশ শাসিত ক্যালকাটায় (Calcutta), (বর্তমানে কলকাতা, Kolkata)। তবে তাঁর আদিবাস ছিল বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। তাঁর বাবা শচীন দেববর্মণ (Sachin Dev Burman) হিন্দি সিনেমার অন্যতম প্রধান সুরকার এবং তাঁর মা মীরা দেববর্মণ (Meera Dev Burman) একজন গীতিকার ছিলেন। তাঁর দাদু নবদ্বীপচন্দ্র দেববর্মন (Nabadwipchandra Dev Burman) ত্রিপুরার রাজপুত্র ছিলেন এবং তাঁর ঠাকুরমা ছিলেন মণিপুরের রাজকন্যা নির্মলা দেবী।
#R.D.burman
#indianmusic
#rahuldevburman
#kishorekumar
#ashabhosle
#latamangeskarsongs
#shamyalmitra
#viralvideo
#biography

Комментарии

Информация по комментариям в разработке