শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী | Sheikh Hasina has not resigned |
এমন খবর জানিয়ছেন সজীব ওয়াজেদ জয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। সেদিন বিকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের বলেন, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে সজীব ও্যাজেদ জয় বলছেন ভিন্ন কথা, যা নিয়ে তোলপাড় গণমাধ্যম
তার দাবি তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বললেন, সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শনিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না। এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পায়নি।
জয় জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি।
তবে আগামী তিন মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। যেখানে অংশ নেবে আওয়ামী লীগও। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জানিয়ে জয় বলেন, সেটা না হলে আমরা বিরোধী দল হব। যেটাই হোক ভালো হবে।
What U search
keywords
শেখ হাসিনা,শেখ হাসিনার পদত্যাগ,পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা,দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা,শেখ হাসিনার পদত্যাগ বিশ্বনেতারা যা বলছে,পদত্যাগ করে বোনের সঙ্গে দেশ ছাড়লেন শেখ হাসিনা,বিশ্বজুড়ে আলোচনায় শুধু শেখ হাসিনার পদত্যাগ,প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ,শেখ হাসিনার দেশত্যাগ,শেখ হাসিনার পদত্যাগ: আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত,শেখ হাসিনার পদত্যাগের প্রতিক্রিয়ায় কে কী বলছে,শেখ হাসিনার দেশত্যাগের খবর,দেশ ছাড়লেন শেখ হাসিনা,
sheikh hasina resigns,sheikh hasina,sheikh hasina news,sheikh hasina bangladesh,sheikh hasina resignation,sheikh hasina resigned,sheikh hasina resigns today,sheikh hasina resign,bangladesh pm sheikh hasina resigns,sheikh hasina left bangladesh,pm sheikh hasina,sheikh hasina has left dhaka,sheikh hasina resign live,bangladesh pm sheikh hasina,prime minister sheikh hasina resigns,sheikh hasina speech,sheikh hasina quits as pm,sheikh hasina quits,
Информация по комментариям в разработке