১৫০০ কেজি ও ১০০০ কেজি ও ৫০০ কেজি। দেশি শিং মাছের পোনা। বড় ও ছোট সাইজের পাওয়া যাচ্ছে।

Описание к видео ১৫০০ কেজি ও ১০০০ কেজি ও ৫০০ কেজি। দেশি শিং মাছের পোনা। বড় ও ছোট সাইজের পাওয়া যাচ্ছে।

নতুন বছরের জন্য পাওয়া যাচ্ছে।দেশি শিং মাছের পোনা/এটি আমরা পিছ হিসেবে বিক্রি করা হচ্ছে/
শিং মাছের পোনা জন্য/যেকোনো পুকুরে চাষ করা যাই/শিং মাছের পোনা। যে কোনো পুকুরে অবস্থায় পানিতে এবং, নিচের কাদা তিন ইঞ্চি থেকে, ৪ ইঞ্চি কাদার মাঝে চাষ করুন। যদি ৪-৫ মাসে বিক্রয় করতে পারবেন বাজারে। সুমূল্যে রয়েছেন (যেকোনো পরামর্শ)
শিং মাছের পুকুর ১ থেকে ১০ শতক
পরিমাণে পোনাগুলো চাষ করা হয়/
(আমাদের কাছে পাচ্ছেন সকল) পরামর্শ:-নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়।
** নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে ২০ কেজি গোবর ও ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে।
** পুরনো পুকুর হলে প্রথমেই সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে।
এরপর চুন দিতে হবে শতাংশ প্রতি ১ কেজি।
** চারদিকে জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে। চারপাশে জাল দেওয়ার পর পুকুরে শ্যালো ইঞ্জিন দিয়ে ২-৩ ফুট পরিষ্কার পানি দিতে হবে।
** পানি দেওয়ার ২-৩ দিনের মধ্যে পোনা ছাড়তে হবে। পোনা ছাড়ার পর এক ইঞ্চি ফাঁসের একটি জাল পেতে রাখতে হবে।

**ক্রয় বেলা খাবার দিতে হয়/ দেশি শিং মাছের জন্য/
দৈনিক দুই বেলা সকাল এবং, বিকালে খাবার দিতে হয়/

আমাদের কাছে পাচ্ছেন/৫০০পিছ পোনা/২০০০ কেজি/এবং ৩০০০ কেজি/ এবং, ৪০০০ হাজার কেজি /এবং, ৫০০০ কেজি পোনা /

#শিং/

আমাদের যোগাযোগ/ ঠিকানা-ময়মনসিংহ ত্রিশাল (ধলা)
ফোন নাম্বার:-০১৭৯১-৬৪৫০৬৮/

Комментарии

Информация по комментариям в разработке