অর্পিত সম্পত্তি বাতিল হয়ে গেল।। ক তফসিলভূক্ত সম্পত্তি বরাদ্দ নিন।।vested property law cancel।lawtips

Описание к видео অর্পিত সম্পত্তি বাতিল হয়ে গেল।। ক তফসিলভূক্ত সম্পত্তি বরাদ্দ নিন।।vested property law cancel।lawtips

মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.

অর্পিত সম্পত্তি নিয়ে ২০১২ সালের আগে করা কয়েক লাখ মামলা ইতোমধ্যে বাতিল করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। একই সঙ্গে জেলা প্রশাসকরা অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত। গত ৮ জুন’২০২৩ বিচারপতি নায়মা হায়দার, সহিদুল করিম ও কুদ্দুস জামানের বেঞ্চ এ রায় দিয়েছেন। কি আছে এ রায়ে, অর্পিত সম্পত্তি নিয়ে মামলাগুলো এখন কি হবে, যে সম্পত্তি নতুন করে অর্পিত হয়েছে সেগুলোর ফলাফল কি, অর্পিত সম্পত্তি কিভাবে ডিসি’র কাছ থেকে লিজ নেবেন-বিস্তারিত কথা বলতে আমি পি.--। আপনার জানেন, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এ দেশ থেকে অনেকেই পালিয়ে ভারত চলে যান। তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করে তৎকালীন সরকার। পরে ১৯৭৪ সালে সেসব সম্পত্তিকে অর্পিত সম্পত্তি করা হয়। এরপর ২০০১ সালে অর্পিত সম্পত্তি নিয়ে প্রথম আইন হয়, যা কার্যকর হয় ২০১২ সালে। এ আইনের উদ্দেশ্য ছিল প্রকৃত মালিকদের জমি ফেরত দেয়া। কিন্তু এর আগেই অর্পিত সম্পত্তি নিয়ে লাখ লাখ মামলা হয়।

সেই আইনের ৩টি ধারা চ্যালেঞ্জ করে ওই বছর মহামান্য হাইকোর্টে দুটি রিট করা হয়। রিটের চূড়ান্ত শুনানিতে আইনি ব্যাখ্যার প্রয়োজন হলে তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সেই রিটের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট ২০১২ সালের আগে হওয়া অর্পিত সম্পত্তির লাখ লাখ মামলা বাতিল করে দিলেন।
আদালত রায়ে বলেন, অর্পিত সম্পত্তি আইনের ৯, ১৩ ও ১৪ ধারা মৌলিক অধিকারের পরিপন্থি নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীন থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন। এর ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে। অন্য কোনো আদালতে এ সংক্রান্ত মামলা চলবে না। ২০১২ সালের আগে করা অর্থাৎ ট্রাইব্যুনাল গঠনের আগে দেওয়ানি আদালতে অনিষ্পন্ন চলমান মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হয়েছে। এ রায়ের ফলে অর্পিত সম্পত্তির মামলা শুধু ট্রাইব্যুনালে চলবে।

আর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত তা ইজারা দেওয়ার বা ইজারা বাতিল করার যে ক্ষমতা আইনে ডিসিদের দেওয়া আছে, তা বৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন মহামান্য হাইকোর্ট। কাজেই অর্পিত সম্পত্তি নিয়ে কারও কোন আপত্তি থাকলে তাকে সম্পত্তি সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে যেতে হবে। এর আগেও অর্পিত সম্পত্তি আইন চালেঞ্জ করে সরকারের সাবেক কর্মকর্তা আবদুল হাই জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং রুলের শুনানি শেষে ২০১৭ সালের ২৩ নভেম্বর হাইকোর্ট রুলটি নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। সেই রায় ১২ অখজ (ঐঈউ) ১৮৩ পৃষ্ঠায় সন্নিবেশিত রয়েছে। রায়টিতে হাইকোর্ট মতামত ও নির্দেশনা দেন যে, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা যাবে না। কাজেই কারও সম্পত্তি অর্পিত হলে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মামলা করে প্রতিকার পেতে পারেন, পাশাপাশি জেলা প্রশাসকের কাছ থেকে লিজ নিয়ে ভোগ দখল ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন।
#vested_property
#seraj_pramanik #lawtips #law_tips_bd #land_law #criminal_case #land_problem #enimy_property#অর্পিতসম্পত্তি#কতফসিল#সম্পত্তি#property#advocateserajpramanik#orpito_property#Scheduled_property

   • চুক্তি দলিল বাতিল।।চুক্তি বাতিলে ক্ষত...  
   • মিথ্যা মামলায় আসামী কখন অব্যহতি?।।আসা...  

Комментарии

Информация по комментариям в разработке