Ei Mon Tomake Dilam || IPDC আমাদের গান || Mehrab & Nandita

Описание к видео Ei Mon Tomake Dilam || IPDC আমাদের গান || Mehrab & Nandita

'আইপিডিসি আমাদের গান'-এর এবারের পরিবেশনা গাজী মাজহারুল আনোয়ার-এর গান - 'এই মন তোমাকে দিলাম'। নতুনভাবে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মেহরাব ও নন্দিতা।

একটা সময় ছিলো, যখন চলচ্চিত্রের গান মানেই গাজী মাজহারুল আনোয়ার রচিত গান। পর পর কয়েকটা প্রজন্ম বেড়ে উঠেছে তাঁর জনপ্রিয় সব গান শুনে। এর মাঝেই কালজয়ী একটি গান - 'এই মন তোমাকে দিলাম'। এক সাক্ষাৎকারে গাজী মাজহারুল আনোয়ার বলেছিলেন, গীতিকার হিসেবে যখন তিনি পরিচিত হতে শুরু করেছেন তখন স্বাভাবিকভাবেই তার অনেক ভক্ত তৈরি হচ্ছিলো। ভক্তদের অনেকেই অনুরোধ করতেন, তাকে নিয়ে একটা গান লিখে দেওয়ার জন্য। তাই, তিনি ভক্তদের জন্য লিখেছিলেন ভালোবাসার এই গান, ‘এই মন তোমাকে দিলাম’।

গানটি রোজিনা ও ওয়াসিম অভিনীত ‘মানসী’ চলচ্চিত্রের চিত্রায়িত হয়েছিলো। গাজী মাজহারুল আনোয়ার রচিত এই গানে সুর দিয়েছিলেন আনোয়ার পারভেজ। আর কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন।
•••

গান: এই মন তোমাকে দিলাম
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ
কণ্ঠ: মেহরাব ও নন্দিতা

সংগীতায়োজন: ইমন সাহা
সার্বিক পরিকল্পনা ও পরিচালনা: রাশিদ খান

এজেন্সি: ক্রিয়েটো
প্রোডাকশন: ফোরটিনাইন ব্লু
চিত্রগ্রহণ: সৈনিক ও জিসান

বেজ গিটার: তানিম
কিবোর্ড: সামিত
ড্রামস: সামি
তবলা: অনির্বাণ
ঢোলক: দিপ্ত
পারকিউশন: জিত
বাঁশি: জালাল
ম্যান্ডোলিন: রিভু
গ্রুপ ভায়োলিন: সেলিম, সুজন, জোবায়দা, ফায়রুজ
কোরাস: বর্ষা, নদী, কথক

(মূল গানের স্বত্বাধিকারী, অনুপম রেকর্ডিং মিডিয়া-র অনুমতিক্রমে গানটি করা হয়েছে।)

Комментарии

Информация по комментариям в разработке