নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নারান্দিয়া গ্রামে অবস্থান লোহাগড়া রেলওয়ে স্টেশন LOHAGARA RAILWAY STATION

Описание к видео নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নারান্দিয়া গ্রামে অবস্থান লোহাগড়া রেলওয়ে স্টেশন LOHAGARA RAILWAY STATION

লোহাগড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় অবস্থিত ঢাকা-যশোর রেলপথের নির্মাণাধীন একটি রেলওয়ে রেলওয়ে স্টেশন।

১৮৬২ সালে রেল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দীর্ঘ ১৬২ বছর পর নড়াইলে রেলপথ চালু হয়েছে। যা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নামে পরিচিত। ৩৯ হাজার ২৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রেল পথের কাজ চলছে ঝড়ের গতিতে। ঢাকা-যশোর রেলপথের ভাঙ্গা পর্যন্ত ইতিমধ্যে ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করছে। ভাঙ্গা-নড়াইল-যশোর অংশের রেলপথ নির্মাণের কাজও প্রায় শেষের দিকে

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে ওই রেলপথ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে গ্রুপ’ (সিআরইসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ ওই রেলপথে ভাঙ্গা, কাশিয়ানী এবং যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়াতে রেলওয়ে জংশন থাকছে। এ ছাড়া নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়াতে রেলস্টেশন হচ্ছে। ঢাকা থেকে লোহাগড়া রেলস্টেশনের দূরত্ব ১২৩ কিলোমিটার ও নড়াইলের দূরত্ব ১৩৮ কিলোমিটার।

সেনাপ্রধান বলেন, ‘সময়ের আগে যখন শেষ হচ্ছে, তাই কাজের গুণগত মান দেখতেই আমার এ পরিদর্শন। নড়াইলের কোনো কাজ সুন্দরভাবে হোক এটাই আমি সব সময় চেয়েছি, আজকে সরেজমিন পরিদর্শন করে আমি খুব খুশি। আমাদের ওপর, সেনাবাহিনীর ওপর যে আস্থা রাখা হয়েছে সে আস্থার প্রতিদান হিসেবে আমরা সময়ের ভিতরে, গুণগত মান ঠিক রেখে কাজটা সম্পন্ন করে দিতে পারব।’

Комментарии

Информация по комментариям в разработке