মোরাকাবা করতে করতেই নিজের ভিতরে আল্লাহ্কে পাওয়া যায়।
-সূফী সম্রাট দেওয়ানবাগী
সম্মানিত আশেকে রাসূলেরা, আসলে আল্লাহর সাথে যোগাযোগের পথ কালবি বিদ্যা বা মোরাকাবা। মোরাকাবা ব্যতীত কোনো মানুষ আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই। অতীতে যত নবী রাসূল এসেছিলেন, সকল নবী সকল রাসূল মোরাকাবা করেই তার প্রভুকে খুঁজে বের করেছে এবং আল্লাহর সাথে যোগাযোগ করেছে। মোরাকাবার বিকল্প কোনো পথ নেই আল্লাহকে পাওয়ার। কুল কায়েনাতের রহমত, রাহমাতাল্লিল আলামিন, তিনি নিজেও একাধারে ১৫ বছর হেরা গুহায় মোরাকাবা করে, ধ্যান করে, আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে আল কোরআন পেয়েছিলেন। আমরা যদি গভীরভাবে মোরাকাবা করি, তাহলে আমাদের পক্ষেও আল্লাহকে পাওয়া সহজ।
সম্মানিত আশেকে রাসূলেরা, দুধের ভিতরে মাখন থাকে। দুধ মন্থন করলে মাখন বেরিয়ে আসে। মণ মণ দুধ যদি পুকুরের পানিতে ঢেলে দেন, দুধ পানির সাথে মিশে একাকার হয়ে যাবে। দুধের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই দুধকে মন্থন করে যদি ১ছটাক মাখন বের করেন, আর এই মাখন পুকুরের মধ্যে ছেড়ে দেন, নদীতে ছেড়ে দেন, কোনোদিন এই মাখন পানিতে মিশাইতে পারবেন না। পারবেন?
আমাদের সকল মানুষের ভিতরেই আল্লাহ আছে। যেমন দুধের ভিতরে মাখন আছে, সকল মানুষের ভিতরে আল্লাহ লুকিয়ে আছে। তাইতো আল্লাহ বলেন, 'ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরুন' (তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না?) 'ওয়াহুওয়া মা’আকুম আইনামা কুনতুম' (তুমি যেখানে, আমি মওলা সেখানে)। 'নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারীদ' (আল্লাহ বলেন, আমি তোমাদের শাহ রগের চেয়ে নিকটে)। আল্লাহ বলে আমি মানুষের ভিতরে, মানুষ তালাশ করে আল্লাহকে সাত আসমানের উপরে। কোনোদিন খুঁজে পাওয়া কি সম্ভব হবে? আল্লাহ যেখানে, সেখানে খুঁজেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এবং যারাই আল্লাহকে পেয়েছে, নিজের ভিতরে খুঁজে পেয়েছে, বাহিরে কোথাও আল্লাহকে খুঁজে পায় নাই।
আমাদের ভিতরে আল্লাহ আছে, আমরা কি বিশ্বাস করতে পারি? পারি? দুধের ভিতরে মাখন আছে, বিশ্বাস করতে পারি? এমনি তো মাখন দেখা যায় না, মন্থন করলেই মাখন বেরিয়ে আসবে। আপনি যদি আপনার কর্ম দ্বারা, আমলের দ্বারা নিজেকে গবেষণা করে মন্থন করেন, ভিতর থেকে আল্লাহই বেরিয়ে আসবে। আল্লাহ বলেছে, 'নাফাখতু ফীহি মিন রুহী' (আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম)। কথাটা কিন্তু একদম পরিষ্কার, আমার রুহু থেকে রুহু। আমাদের ভিতরে কি রুহু আছে? আছে না নাই? আল্লাহ বলেন, আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে যে রুহ, আমরা যদি আমাদের কর্মের দ্বারা, মোরাকাবার দ্বারা, সাধনার দ্বারা রুহের সাথে যোগাযোগ করতে পারি, আল্লাহর সাথে তো যোগাযোগ হয়েই যাবে। কারণ রুহ তো আল্লাহর কাছ থেকে আগত। সে তো আল্লাহ সব ঠিকানা জানে। জানে না, জানে না? তার মধ্যে তো আল্লাহর সব গুণ আছে। আমরা যদি রুহের সাথে সম্পর্ক করতে পারি, তাহলে তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। রুহ কিন্তু বাহিরে কিছু নাই, আমাদের ভিতরেই। রুহ কিন্তু আমাদের দেহের ভিতরেই। রুহু বের হয়ে গেলে আমরা লাশ হয়ে যাব। আর যতক্ষণ রুহু আছে, আমাদের ইজ্জত, সম্মান সব আছে। সত্য না মিথ্যা বলেন তো?
দেহের ভিতরে রুহু। দেহ এবং রুহু মন্থন করতে করতেই মাখন বেরিয়ে আসবে। আপনার মাঝে একটা চরিত্র তৈরি হবে, যে চরিত্রটা হবে নূরের, যা হবে আলোর। এই কারণে সুফি সাধকগণ অনুসারীদেরকে সাধনা দিয়েছেন, মোরাকাবা দিয়েছেন। মোরাকাবা করতে করতে নিজের ভিতরে ওই মহাসত্য জেগে উঠে, প্রকাশ পেয়ে যায়।
আরো দেখুন-
• পৃথিবীতে অলী-আল্লাহ্গণের শ্রেণিবিভাগ। - স...
• কীভাবে সর্ব অবস্থায় মহান আল্লাহ্র জিকির ...
• মানুষ কেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব? - সূফী সম্র...
• ইবাদতের প্রকৃত স্বাদ প্রাপ্তির উপায় কী? ...
• সমগ্র সৃষ্টি কেন আল্লাহ্র জিকির করে? - সূ...
• কীভাবে এলমে তাসাউফের সাধনা করতে হয়? - সূফী...
মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ-
• মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ [দরূদ, কাসিদা...
#মোরাকাবা #আত্মশুদ্ধি #আল্লাহর_ধ্যান #সূফী_চিন্তাধারা #আধ্যাত্মিক_অনুশীলন #তাসাউফ #Muraqaba #Sufi_meditation #finding_Allah_within #spiritual_awakening #Sufi_practice #Tasawwuf #Sufi_wisdom #inner_peace #divine_connection #spiritual_journey #দেওয়ানবাগী_বাণী #সূফী_সম্রাট #Sufi_Samrat #Dewanbagi #Dewanbagi_Bani #dewanbagir_waz #asheke_rasul #mohammadi_islam #মোহাম্মদী_ইসলাম #Morakaba #ধ্যান #Dhyan #Meditation #আত্মোপলব্ধি #Self_realization #দেওয়ানবাগী_শিক্ষা #teachings_of_dewanbagi
Информация по комментариям в разработке