সমুদ্রের কিনারায় থেকে জল বীনে চাতকী ম’লো।।Somudrer Kinaray Theke।।আদি ভাবে লালঙ্গিতি।।রাজু বাউল।।
সমুদ্রের কিনারে থেকে
জল বিনে চাতকী ম’লো।
হায়রে বিধি ওরে বিধি
তোর মনে কি ইহাই ছিলো।।
নবঘন বিনে বারি
খায় না চাতক অন্য বারি।
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যাবে প্রাণ সেও ভালো।।
চাতক থাকে মেঘের আশে
মেঘ বরিষণ অন্য দেশে।
বলো চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ আকুল।।
লালন ফকির বলে রে মন
হলো না মোর ভজন সাধন।
ভুলে সিরাজ সাঁইজীর চরণ
মানব জনম বৃথা গেল।।
ফকির লালন সাঁই ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তাঁর গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের। লালন শাহ, যিনি লালন ফকির বা লালন সাঁই নামেও পরিচিত, তিনি মৃত্যুর ১২৯ বছর পর আজও বেঁচে আছেন তাঁর গানের মাঝে। তাঁর লেখা গানের কোন পাণ্ডুলিপি ছিল না, কিন্তু গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারায় তাঁর রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। ফকির লালন সাঁই কে "বাউল-সম্রাট" বা "বাউল গুরু" হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিনি প্রায় দু হাজার গান রচনা করেছিলেন বলে লালন গবেষকরা বলেন। ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
লালনের গান লালনগীতি বা লালন সংগীত হিসেবে পরিচিত। লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন। এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন।
সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে।
লালনের গান "লালনগীতি" বা কখনও "লালন সংগীত" হিসেবে প্রসিদ্ধ। লালন মুখে মুখে গান রচনা করতেন এবং সুর করে পরিবেশন করতেন। এ ভাবেই তার বিশাল গান রচনার ভাণ্ডার গড়ে ওঠে। তিনি সহস্রাধিক গান রচনা করেছেন বলে ধারণা করা হয়। তবে তিনি নিজে তা লিপিবদ্ধ করেন নি। তার শিষ্যরা গান মনে রাখতো আর পরবর্তীকালে লিপিকার তা লিপিবদ্ধ করতেন। আর এতে করে তার অনেক গানই লিপিবদ্ধ করা হয় নি বলে ধারনা করা হয়।
লালনের গানের কথা, সুর ও দর্শনকে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে উল্লেখ করেছেন। লালন গবেষক আবুল আহসান চৌধুরী বলেন, অনেক গান যাতে লালন বলে কথাটির উল্লেখ আছে তার সবই প্রকৃতপক্ষে লালনের নয়। মন্টু শাহ নামের একজন বাউল, তিন খণ্ডের একটি বই প্রকাশ করেছেন যাতে তিনি মনিরুদ্দিন শাহ নামক লালনের সরাসরি শিষ্যের সংগৃহীত লালন সংগীতগুলো প্রকাশ করেছেন।
Lalon is also known as Fakir Lalon Shah, Lalon Shah, Lalon Fakir or Mahatma Lalon (Bengali: লালন; 17 October 1774 – 17 October 1890; Bengali: 1 Kartik 1179) was a prominent Bengali philosopher, author, Baul saint, mystic, songwriter, social reformer and thinker in British India. Regarded as an icon of Bengali culture, he inspired and influenced many poets, social and religious thinkers including Rabindranath Tagore, Kazi Nazrul Islam, and Allen Ginsberg although he "rejected all distinctions of caste and creed".
Widely celebrated as an epitome of religious tolerance, he was also accused of heresy during his lifetime and after his death. In his songs, Lalon envisioned a society where all religions and beliefs would stay in harmony.
In 2004, Lalon was ranked number 12 in BBC's poll of the Greatest Bengali of all time.
▶▶▶▶▶▶▶▶▶▶▶
👍👍👍👍👍👍👍
🌍E-mail : [email protected]
🌍Facebook ID : / protap.majumder
🌍Facebook page - / lalon2019
🌍Instagram- / protap.shathi
🌍YTD Channel - / protapmajumder
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ফকির লালন সাইজির গুরুবাদী মানব ধর্মের
আধ্যাত্মিক বাণী সমূহ
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
⏭বাড়ির পাশে আরশি নগর - লতিফ সাঁই (মনের মানুষ ছবি)
• Barir Kache Arshi Nogor।।বাড়ির কাছে আরশি ন...
⏭কাম থাকিতে প্রেম হবে না -ফকির নিজাম সাঁই
• কাম থাকিতে প্রেম হবে না রে ।।Kam Thakite P...
⏭সে কি চেনে মানুষ রতন - লতিফ সাঁই (মনের মানুষ ছবি)
• সে কি চেনে মানুষ রতন।।SE KI CENE MANUSH RO...
⏭এ বড় আজব কুদরতি
• আঠার মোকামের মাঝে জলছে একটা রূপের বাতি।।At...
⏭হায়রে বিধি ওরে বিধি
• হায়রে বিধি ওরে বিধি ।। লালন গীতি ।।HAIRE B...
⏭মিলন হবে কত দিনে
• মিলন হবে কত দিনে।। MILON HOBE KOT DINE AMA...
⏭আমি ঐ চরণে দাসের যোগ্য নই
• Ami Oi Chorone Dasher Joggo Noi | আমি ঐ চর...
⏭বাড়ীর পাশে আরশী নগর
• Barir Pashe Arshi Nagor।।বাড়ীর পাশে আরশী ন...
⏭গৌর প্রেম করবি যদি
• গৌর প্রেম করবি যদি।। Gour Prem Korbi Jodi...
⏭চরণ ছাড়া করো না হে দয়াল হরি
• Choron Chara Koro Na।।আমায় চরণ ছাড়া করো ...
⏭দ্বীনের ভাব যে দিন উদয় হবে
• Diner Bhab Jedin Udoy Habe।। দ্বীনের ভাব য...
⏭আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা
• Asha Purno Holo Na।। আশা পূর্ণ হলো না আমার...
⏭ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন
• ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন।। O Tor Thike...
⏭সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
• সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে ।।Sair ...
⏭বাঞ্ছা কল্পতরু তুমি বাঞ্ছা পুরন কর না
• বাঞ্ছা কল্পতরু তুমি বাঞ্ছা পুরন কর না।।বাঞ...
Информация по комментариям в разработке