বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে লন্ডনের ঐতিহাসিক ট্র্যাফ্যালগার স্কোয়ারে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘Rally for Bangladesh’। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর ছাড়াও ইউরোপের নানা প্রান্ত থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সমাবেশ শেষে বিশাল মিছিল জয়বাংলা ও জয়বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে পার্লামেন্ট স্কোয়ারে গিয়ে শেষ হয়।
আয়োজকরা অভিযোগ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদদে বিএনপি-জামাতের সহিংসতায় আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁদের পরিবারের ওপর হত্যা, নির্যাতন, গ্রেফতার, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মুক্তিযুদ্ধের স্মারক ও স্মৃতিচিহ্ন ধ্বংস চলছে। তাঁরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিদেশি স্বার্থে বিক্রির অভিযোগও আনেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ রন্জিত সরকার, সিরাজগঞ্জ ২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, কুমিল্লা ৪ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহমদ টৌধুরী, প্রচার সম্পাদক মাশুক ইবনে আনিছ, দপ্তর সম্পাদক শামীম আহমদ, প্রবাস কল্যান সম্পাদক আনছারুল হক, গনসংযোগ সম্পাদক রবীন পাল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খছরুজ্জামান খছরু, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী , ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান খান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, আন্তজাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, সহ প্রচার লুৎফুর রহমান ছায়াদ সহদপ্তর সম্পাদক খছরুজ্জামান খছরু, যুক্তরাজ্যে যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্ছু, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমদ, তাতিলীগের সভাপতি আব্দুস সালাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজিব ভুইয়া।
এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন। বিপুল সমাগমে সমাবেশটি এক মিলনমেলায় রূপ নেয়।
#news #london #viral #viralvideo
Информация по комментариям в разработке