পরম পিতা পাগল নাথের পারিবারিক ধর্মীয় পার্থনা, কীর্তন মেলা, শেখদী, ঢাকা, ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ আগষ্ট ২০২৫ খ্রি.।
স্থান: পরম পিতা পাগল নাথের ভক্ত নিবাস, বাড়ি নং-২৮/১৬, রোড নং-৭, দক্ষিণ শেখদী, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
তারিখ : ১৪ আগষ্ট, ২০২৫ খ্রি. ২৮ শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকা।
পরম পিতা পাগল নাথ ১২২০ (বারোশো বিশ) বঙ্গাব্দে মানব রূপে এই ধরাধামে আবির্ভূত হন। তিনি আবির্ভাবের পর হতেই মানব কল্যাণের জন্য কাজ করতে থাকেন। পাগল ধর্মে নিরামিষ আহার, বিধবা বিবাহ প্রচলন, মূর্তিপূজা ও শ্রাদ্ধাদি বন্ধ সামাজে বর্ণভেদ প্রথা রহিত এবং চুল দাড়ি রাখার নিয়ম প্রচলন করেন। তিনি এই ধরাধামে ৯০ বছর মানবকল্যাণে অসংখ্য বিধান দিয়ে ১৩০৯ (তেরোশো নয়) বঙ্গাব্দ ৯ আষাঢ় সোমবার ধরাধাম ত্যাগ করে নিত্য ধামেগমন করেন। ভক্ত হৃদয় ব্যাকুলতায় অস্থির হয়ে যায়। পরমপিতা পাগল নাথের বিরহে ভক্তগণ পাগল কীর্তন করে ও উপবাস এবং মাটিতে আগুন জালানো থেকে বিরত থাকেন যা ভক্ত হৃদয়ে আজও প্রচলিত আছে।
পরমপিতা পাগলনাথ আনন্দে ,,,
পাগল ধোনি বোল ,,,
পরম পিতা পাগলনাথ সকলকে আশীর্বাদ প্রদাণ করুন, চলবে পরম পাগল নাথ কীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরন, সারাদেশের/ বিদেশের পাগল নাথের ভক্ত সকলের জন্য, দেশবাসীর ও বিশ্ববাসীর মঙ্গল কামনা,পাগলনাথের নিকট কৃপা ও ক্ষমা প্রার্থনা কামনা, বিশ্বের বিপন্নপ্রায় মানবজাতিকে রক্ষা করে পৃথিবীর সৃষ্টিকূলকে রক্ষা করা, স্বাভাবিক ভাবে অসুস্থদের জন্য তার কৃপাভিক্ষা করা যেন কৃপা করে তাদের সুস্থ করে দেন, প্রয়াত বিদেহী আত্মার সৎগতি ও শান্তি কামনা করে, বেকার তাদের কৃপা করে পাগল নাথ স্বকর্মে নিয়োগ করে তাদের রুটি রোজীর ব্যাবস্থা করে তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার সূযোগ দানের জন্য, পৃথিবীতে বন্যা / ক্ষরার বিপদমুক্ত মানব বসবাস যোগ্য পৃথিবীতে রুপান্তর করে দেওয়ার জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত।
এই উপলক্ষে সকল ভক্তবৃন্দ গন পাগল নাথের ভক্ত আশ্রম দক্ষিণ শেখদী বাসভবন প্রাঙ্গণে সাদরে স্ব-পরিবারে/ স্ব-বান্ধব আমন্ত্রণ ও কীর্তন, প্রার্থনা করতে অনুরোধ করছি এবং পরম পিতা পাগল নাথের অপার কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হ'ন,,
পাগল নাথের প্রেমে মাতুয়ারা পাগল ভক্তদের সঙ্গ লাভ ও পরম পিতা পাগল নাথ কীর্তন ও পরম পিতা পাগল নাথের লীলা নাম অমৃতবাণী শুনার এবং মহা প্রসাদ সেবা গ্রহণ করে সৌভাগ্য/ আশীর্বাদ প্রাপ্ত হতে সপরিবারে এবং সবান্ধব নিমন্ত্রণ রইলো অবিরাম। নিস্কাম কর্মের মাধ্যমে তাঁর নৈকট্যলাভের লোভ লালসায় নামসূধামৃত, চরনামৃত চর্চা করার পিতা পাগল নাথের নাম সুধা অমৃত ভক্ত হৃদয়ের ব্যকুলতার পরিপূর্ণতা দান করুন। পাগল নাথ যেন আমাদের সবাইকে দুঃখ, জরা ব্যাধি, ঋণ, অভাবের ভয়াল থাবা থেকে উদ্ধার /রক্ষা করেন সেই প্রার্থনাই করি। মহান কৃপাময়ী, পরম পবিত্র, করুণাময়ী, দয়ার সাগর সৃষ্টিকর্তা পরম পিতা পাগল নাথের অপার কৃপা লাভ করুন। নিস্কাম কর্মের মাধ্যমে তাঁর নৈকট্যলাভের লোভ লালসায় নামসূধামৃত, চরনামৃত চর্চা করার, কীর্তন শুনার ও মহা প্রসাদ সেবনের সৌভাগ্য/ আশীর্বাদ প্রাপ্ত হতে পুনরায় সপরিবারে এবং সবান্ধব নিমন্ত্রণ রইলো অবিরাম। ভুল ত্রুটিগুলো মার্জনীয়। পরম পিতা পাগল নাথ আপনাদের মঙ্গল করুন। পরমপিতা পাগলনাথ আনন্দে ,,,
পাগল ধোনি বোল ,,,
পরম পিতা পাগলনাথ সকলকে আশীর্বাদ প্রদাণ করুন, পরম পাগল নাথ কীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে। উক্ত নামসূধামৃত, চরনামৃত চর্চা করার, কীর্তন শুনার ও নামসূধামৃত শুনে আশীর্বাদ প্রাপ্ত হতে সবিনয়ে অনুরোধ এবং সপরিবারে- সবান্ধব নিমন্ত্রণ রইলো অবিরাম।,,,,
Информация по комментариям в разработке