অহল্যার সতীত্ব হরণ
• দেবরাজ ইন্দ্রের শরীরে ১০০০ টি যোনি তৈরি হয...
ভগীরথ কিভাবে গঙ্গা এনেছিলেন
• স্বর্গ থেকে গঙ্গা পৃথিবীতে কিভাবে এল? জহ্ন...
আমদের দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইব করুন
/ @sukanta1
(ব্রহ্ম পুরাণ, ৩৩১ পৃষ্ঠা)
গঙ্গাদেবীর অবস্থান মহাদেবের জটায়। দেবী পার্বতী গঙ্গাকে কোনমতেই সহ্য করতে পারেন না। তাকে পরিত্যাগ করার জন্য তিনি ভোলানাথের কাছে বহুবার অনুনয় বিনয় করেছেন। কিন্তু কোনো ফল হয়নি। উপায়ান্তর না দেখে শেষমেশ একদিন পুত্র গণেশকে কাছে ডাকলেন। অশ্রুসিক্ত নয়নে পুত্রকে বললেন, গঙ্গাকে তোমার পিতার মস্তক থেকে নামানোর জন্য আমি সব রকম চেষ্টা করলাম কিন্তু কোনো ফল হল না। এখন হয় আবার হিমালয়ে গিয়ে আমাকে তপস্যা শুরু করতে হবে। অথবা যদি কোনো পূণ্যাত্মা ব্যক্তি কঠোর তপস্যাবলে গঙ্গাকে মর্ত্যে আহ্বান করেন তবেও সমস্যার সমাধান হতে পারে। পার্বতীকে আশ্বস্ত করে গজানন বললেন, আপনি ধৈর্য ধারণ করুন। পিতা যাতে গঙ্গাকে পরিত্যাগ করেন সেই ব্যবস্থা আমি করব। সেই সময় মর্ত্যে ১৪ বছরের অনাবৃষ্টি শুরু হল। খাদ্য ও পানীয়ের অভাবে প্রাণীকুল ছটফট করে মরতে লাগল, নদীনালা জলশূন্য হল, গাছপালা বনজঙ্গল ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। দেশে দেশে দুর্ভিক্ষ শুরু হল, একদানা খাদ্যের জন্য মানুষ হাহাকার করতে লাগল। এই পরিস্থিতির মধ্যেও মহর্ষি গৌতমের তপোবন ছিল ফুলে ফলে পরিপূর্ণ। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই গৌতমের স্ত্রী অহল্যার সতীত্ব হরন করেছিলেন দেবরাজ ইন্দ্র। ফলে মুনির অভিশাপে ইন্দ্রের শরীরে এক হাজার যোনি তৈরী হয়ে গেছিল। সেই বিচিত্র কাহিনীর ভিডিও আলোকপাতে আগেই আপলোড করেছি। ডেসক্রিপশনে লিংক দিয়েছি, এই ভিডিওর শেষে দেখে নিতে পারেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপায় গৌতমের আশ্রমে কোনো কিছুর অভাব ছিল না। অপরদিকে অন্যান্য তপোবনের মুনি ঋষিদের খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থা। গৌতমের তপোবনের কথা শুনে তারা দলে দলে ব্রহ্মগিরিতে আসতে শুরু করলেন। গৌতম স্মরনাগতদের সাদরে গ্রহণ করে তাদের খাদ্য সামগ্রী এবং বসবাসের উপযোগী ব্যাবস্থা করে দিলেন। গৌতমের মাহাত্ম্যে সবাই ধন্য ধন্য করতে লাগলেন। তার এই মহৎ কর্ম দেবলোকেও আলোচিত হতে লাগল। গজানন গনেশ গৌতমের ব্যপারে অবগত হয়ে মাতা পার্বতীকে বললেন, 'মা একমাত্র মহর্ষি গৌতমই গঙ্গাকে পিতার জটা থেকে মর্ত্যে নামিয়ে মর্ত্যলোকের দুর্দশা ঘোচাতে পারবেন বলে মনে হয়।' তারপর গনেশ এক ত্যেজোদ্দীপ্ত ব্রাহ্মণের ছদ্মবেশে গৌতমের আশ্রমের ঋষিদের সাথে মিশে গেলেন। কয়েকদিনের মধ্যেই অন্যান্য ঋষিরা তাঁর বশবর্তী হয়ে গেল। গনেশ যা বলেন সকলে তা বিনা বাক্য ব্যয়ে মেনে নেন। একদিন তিনি নিভৃতে পার্বতীর সহচরী জয়াকে ডেকে বললেন, 'ভদ্রে আপনাকে বিশেষ সতর্কতার সঙ্গে একটি কাজ করতে হবে। আপনি একটি কদাকার গাভীর রূপ ধারণ করে গৌতমের ধানক্ষেতে গিয়ে ধানগাছ খেতে থাকবেন এবং যথেচ্ছ হারে ফসলের ক্ষতি করবেন। এই সময় কেউ যদি আপনাকে প্রহার করে বা উচ্চস্বরে ভর্ৎসনা করে, তবে সঙ্গে সঙ্গে ছটফট করে মাটিতে পড়ে গিয়ে না মৃত, না জীবিতের মত পড়ে থাকবেন। বাকিটা আমি সামলে নেবো।' পরদিন সকালে মহর্ষি গৌতম ধানক্ষেতের পরিচর্যা করছিলেন। তখনই পূর্ব পরিকল্পনা মত জয়া এক কুৎসিত গাভীর রূপ ধারণ করে ক্ষেতে ঢুকে ধানগাছ খেতে শুরু করল এবং এদিক ওদিক ছুটোছুটি করে ফসল নষ্ট করতে শুরু করল। স্বভাবতই এই দৃশ্য দেখে বিচলিত গৌতম কিছু শুকনো ঘাস তুলে নিয়ে গরুটাকে তাড়া করলেন। সঙ্গে সঙ্গে গাভী বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। বাকিটা ভিডিওতে দেখুন।
রামায়ণ সম্পর্কিত বই
https://amzn.to/3zGP8vC
মহাভারত সম্পর্কিত বই
https://amzn.to/2XWHgcN
কৃত্তিবাসী রামায়ণ (গীতা প্রেস)
https://amzn.to/3EKEYOB
বাল্মীকি রামায়ণ (বঙ্গানুবাদ)
https://amzn.to/3m0Zl18
সচিত্র কাশিদাসি মহাভারত
https://amzn.to/3m10Ex4
রাজশেখর বসু অনুদিত মহাভারত
https://amzn.to/3m26rCV
মূল সংস্কৃত মহাভারত
https://amzn.to/3lZjvZr
YouTube channel👇
/ alokpat
Fb👇
/ alokpat4you
Instagram👇
/ alokpat4u
Twitter👇
/ pandaysukanta
Blogg👇
http://alokpat.blogspot.in/?m=1
music:
https://www.bensound.com/
https://www.partnersinrhyme.com/
https://www.soundbible.com/
effects:
/ @greenhdscreen
Facts:
#alokpat #আলোকপাত #Ganga, #
গঙ্গা ও পার্বতী, পার্বতী ও গঙ্গা, গৌতম, গৌতম কিভাবে গঙ্গা এনেছিলেন, গঙ্গা ও পার্বতীর দ্বন্দ, গঙ্গা নদী, গঙ্গা পবিত্র কেন, গণেশ, গজানন গণেশ, জয়া, ব্রহ্মগিরি, অহল্যা পাষাণী, ভগীরথ, Ganga and Parvati, how Ganga came to Earth, who Brought Ganga to Earth, Gautam and Ahalya, lord Ganesh, why Ganga lives on Shiva's head, Mahadeva, Gauri and Ganga, শিবের স্ত্রী কে, গৌতম কেন গঙ্গা নামিয়েছিলেন? গঙ্গা সবচেয়ে পবিত্র নদী কেন? গঙ্গা পার্বতীর দ্বন্দ, গণেশের চক্রান্ত,
For businesses & Copyright related queries please Contact us on:
[email protected]
Информация по комментариям в разработке