পাবনায় ক্যাট শো, যা উত্তরবঙ্গে এই প্রথম ।। Pabna Cat Show

Описание к видео পাবনায় ক্যাট শো, যা উত্তরবঙ্গে এই প্রথম ।। Pabna Cat Show

#dActiveTv #choltibarta.com #catshow

নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হলো ক্যাট শো। জেলায় তো বটেই উত্তরবঙ্গের মধ্যে প্রথম কোথাও এমন ব্যতিক্রমী আয়োজন করা হলো বলে দাবী আয়োজকদের। গত ২৮ জুন শুক্রবার পাবনা শহরের একটি কমিউনিটি সেন্টারে এই ক্যাট শো অনুষ্টিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি প্রজাতির মোট ৭০টি বিড়াল নিয়ে বিড়ালপ্রেমীরা উপস্থিত হন সেখানে।

পাবনা ক্যাট সোসাইটি অব বাংলাদেশ, পাবনা ভেট এন্ড পেট কেয়ার ও পাবনা ফসটার কেয়ার নামের অনলাইন প্লাটফর্মের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে এই ক্যাট শো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বিড়ালের র‌্যাম্প শো, যেমন খুশি তেমন সাজ, বিড়ালের খেলা, চিকিৎসা ও আলোচনা সভা।

প্রাণীদের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তৈরি করা এবং প্রাণীদের প্রতি মানুষের অবহেলার মানসিকতা দূর করা তাদের প্রধান লক্ষ্য। এই প্রদর্শনী জনসাধারনের মধ্যে সেই সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

প্রদর্শনীতে আসা বিড়াল প্রেমীরা জানালেন, মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই তারা তাদের বাসায় বিড়াল লালন পালন করছেন। বিড়াল প্রেমীরা তাদের পোষা বিড়ালের যত্ন এবং পরিচর্যার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন।

নানা নামের বাহারী সাজে বিড়ালকে নিয়ে সেজে এসেছেন বিড়াল প্রেমীরাও। কেউবা এসেছেন বাবা-মা সহ চার ছানার পুরো বিড়াল পরিবার নিয়ে।

আয়োজকরা জানান বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া ক্যাট শো এবং অন্যান্য প্রানী প্রদর্শনী থেকে তারা পাবনায় এমন একটি প্রদর্শনী করার উদ্যোগ গ্রহণ করেন।

আয়োজকরা আরো জানান, এমন সাড়া পেলে ভবিষ্যতে শুধু বিড়াল নয় অন্যান্য সকল পোষা প্রাণী প্রদর্শনীর আয়োজন করবেন তারা।

Комментарии

Информация по комментариям в разработке