ব্রহ্মপুত্র নদ যে কারণে নদী নয়/History of Brahmaputra river/ব্রহ্মপুত্র নদের আজব ইতিহাস/ব্রহ্মপুত্র

Описание к видео ব্রহ্মপুত্র নদ যে কারণে নদী নয়/History of Brahmaputra river/ব্রহ্মপুত্র নদের আজব ইতিহাস/ব্রহ্মপুত্র

ফেসবুকে আমাকে পাবেনঃ   / abdul.mazid.391  
#ব্রহ্মপত্র
#সমগ্রবাংলাদেশ
#gramermanush

ইংরেজি এর প্রতি শব্দ বাংলায় নদী বা নদ। কোনগুলো নদী এবং কোনগুলো নদ এ শুধু বাংলাতেই দেখা যায়। অন্য প্রায় সকল ভাষাতেই একই অর্থ প্রকাশ করে থাকে। বাংলা ব্যাকরণগত কারণে নদ এবং নদী উল্লেখ করা হয়। কোনো মতে যে সকল নাম পুরুষবাচক সেগুলো নদ এবং যেগুলো স্ত্রীবাচক সেগুলো নদী। আবার আরেক মতে শব্দের শেষে অ প্রত্যয় বা থাকলে নদ এবং আ বা ই প্রত্যয় থাকলে নদী। আরেকটি মত আছে তা হলো যে সকল নদীর শাখা প্রশাখা নেই সেগুলো নদ এবং যার শাখা প্রশাখা আছে তা নদী। তবে শেষোক্ত মতটি প্রতিষ্ঠিত নয়।
এর চেয়ে গ্রহণযোগ্য কোন মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ

Комментарии

Информация по комментариям в разработке