কাকতাড়ুয়া | Kaktarua | Selina Hossain | সেলিনা হোসেন । বাংলা সহপাঠ SSC | Nine | Ten

Описание к видео কাকতাড়ুয়া | Kaktarua | Selina Hossain | সেলিনা হোসেন । বাংলা সহপাঠ SSC | Nine | Ten

বাংলাদেশের কোনো একটি গ্রাম । এই গ্রামেরই এক কিশোর বুধা । এক চাচি আর এক চাচাতো বোন কুন্তি ছাড়া তিন কুলে আপন বলতে কউ নেই। আজ না থাকলে ও একদিন ছিল । সে বছর দুয়েক আগের কথা। বাবা মা ছাড়াও ছিল দুইবোন আর এক ভাই । সবচেয়ে ছোট বোন বিনুর বয়স ছিল দেড় বছর । ছিল পিঠাপিঠি এক ভাই তালেব আর বোন শিলু ।এই ভাইবোনদের নিয়ে ভালোই কাটছিল তার দিনগুলো । কিন্তু একরাতে সব শেষ হয়ে গেল । কলেরায় মারা গেল্ সবাই । ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা । চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল । কিন্তু দারিদ্রের কথা তুললে বুধা সে বাড়ি ত্যাগ করে। সেই থেকে বুধা একা ।যখন যেখানে খুশি রাত কাটায় । যেটি খুশি তাই করে। যখন যেটি জোটে তাই দিয়ে ক্ষুন্নিবৃত্তি নিবারন করে ।

পুরো গ্রাম আর হাটবাজার হয়ে উঠল তার বিচরণ ক্ষেত্র।চেনাজানা সব মানুষ হয়ে উঠল তার আপনজন । এভাবে দিন যায দিন আসে কিন্তু একদিন ঐ গ্রামে মিলিটারি ঢুকে পড়ল।পুড়িয়ে দিল বাজারের দোকানপাট ।বিস্মিত বুধা, কেন মিলিটারিরা এমন করল ।কি এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ?ভীষন ক্ষুদ্ধ হলো সে।ভাবল এর প্রতিকার হওয়া দরকার । প্রতিশোধ নেওয়া দরকার ।বুঝতে তার অসুবিধা হলো না মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে।কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে বোঝেই না ।তবে এটা বুঝেছিল, ঐ মিলিটারিরা বিদেশি।বাংলাদেশের মানুষ মানুষ নয়।এদের বিরুদ্ধে লড়াই করা জরুরী । শুধু এরা নয় যারা এদের সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে।অন্যদের মতো গ্রাম ছেড়ে সে পলিয়ে যাবে না । কিন্তু সেতো খুব ছোট, যুদ্ধ করবে কি করে ? এক রাতে মুক্তিযোদ্ধা আলি ও মিঠু রাতের আধাঁরে গ্রামে এলো । বুধাকে বলল স্কুলের মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে । মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল বুধা ।প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারমেন আহাদ মুদির বাড়ি । তারপর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল ।বাপ-মায়ের হারানো কিশোর বলে কউ তাকে তেমন একটা সন্দেহ করল না । তারপর এলো সেই দিন । মুক্তিযোদ্ধাদের নেতা শাহাবুদ্দিন তাকে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিলেন ।বাঙ্কার খোঁড়বার সময় কৌশলে সে তার ভেতর মাইন পুঁতে চলে এলো নদীর ধারে । এখানেই অপেক্ষা করছিলেন শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা ।এলো সেই মাহেন্দ্রক্ষণ । পাকিস্তানি সেনারা বাঙ্কারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইনের বিষ্ফোরণে উড়ে গেল ।নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন, বুধা শুনতে পেল সেই শব্দ । তাদের অভিযান সফল হলো । নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে । সংক্ষেপে এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের কাহিনী ।এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনী । আমাদের বুঝতে হয় না, উপন্যাসটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত । এর আখ্যানভাগ বা প্লটটিকে চমৎকার ভাবে গড়ে তুলেছেন সেলিনা হোসেন ।

Комментарии

Информация по комментариям в разработке