সেরা নাতে রাসূল 2023 || Jodi Naat Likhte Likhte || যদি নাত লিখতে লিখতে || MA Momin

Описание к видео সেরা নাতে রাসূল 2023 || Jodi Naat Likhte Likhte || যদি নাত লিখতে লিখতে || MA Momin

Performed by MA Momin
Lyric & Tune by Nur Sajjad
Music Arranged by Mohiuddin
Mix and Master: MA Momin
Video by Mohiuddin

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে,
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

আমি শব্দ গাঁথি গানে তোমার ভাবনায়,
কত সুর মেখে যে তারে মনের মত সাজাই—
যদি মনের মত গাঁথা মনের মত না হয়,
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে।

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়,
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়?
যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে,
জীবন কাটিয়ে দেব তার ছাপের চারপাশে।

লিখে এই বাসনায় আহমদ গজল নাতে পাক,
হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক।
যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা?
তার আশা-ভরসা তুমি, তোমায় ভালোবাসে।

Комментарии

Информация по комментариям в разработке