সুন্দরবনের তালপট্টি দ্বীপের বিভীষিকা/ পচাব্দী গাজী/ শিকার কাহিনী/ Talpatir Bivishika/ Pochabdi Gazi

Описание к видео সুন্দরবনের তালপট্টি দ্বীপের বিভীষিকা/ পচাব্দী গাজী/ শিকার কাহিনী/ Talpatir Bivishika/ Pochabdi Gazi

বন্ধুরা আপনারা অনেকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারি জিম করবেট এর নাম শুনেছেন। দক্ষিণ ভারতের আরেক বিখ্যাত শিকারি ছিলেন কেনেথ এন্ডারসন। মানুষখেকো বাঘ ও চিতা শিকারে এইসকল শিকারি ছিলেন পৃথিবীব্যাপী সুপরিচিত। কিন্তু আমি আজ আপনাদের এমন একজন শিকারির কথা বলব যিনি ছিলেন সুন্দরবনের সর্বশ্রেষ্ঠ শিকারি। আমাদের বেশির ভাগ মানুষের কাছেই অজানা সুন্দরবনের এই শিকারি হলেন পচাব্দী গাজী।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের শিকারি পরিবারে ১৯২৪ সালে পচাব্দী গাজী জন্মগ্রহণ করেন। বাবা মেহের গাজী এবং দাদা ইসমাইল গাজীও বাঘ শিকারি ছিলেন। তার বাবা ও দাদা দুজনেই বাঘের আক্রমণে মারা যান। ১৯৪১ সালে মাত্র ১৭ বছর বয়সে 'গোলখালির সন্ত্রাস' নামে পরিচিত মানুষখেকো বাঘ হত্যা করে পচাব্দী গাজী বাঘ শিকারির খাতায় নাম লেখান। মোট ৫৭টি রয়েল বেঙ্গল টাইগার শিকার করে তিনি সুন্দরবনের ইতিহাসে শ্রেষ্ঠ শিকারির খেতাব অর্জন করেছেন। আঠারোবেকির মানুষখেকো বাঘটিকে মারার পর পূর্ব পাকিস্তান সরকার পচাব্দী গাজীকে 'সনদ-ই-খেদমত'-এ ভূষিত করে।

পচাব্দী গাজী সুপতির মানুষখেকো, গোলখালির মানুষখেকো, দুবলার চরের মানুষখেকো, লক্ষ্মী খালের মানুষখেকো, আঠারোবেকির মানুষখেকো বা তালপট্টির মানুষখেকো বাঘ হত্যা করেছেন।
বাঘের চেয়েও তীক্ষ্ন ছিল তাঁর চোখ। রক্ষা করেছেন সুন্দরবন এলাকার শত শত মানুষের প্রাণ। ১৯৯৭ সালে বিখ্যাত এই শিকারি মৃত্যুবরণ করেন।

আজ আমরা শুনব পচাব্দী গাজীর শিকার কাহিনী অবলম্বনে তালপাটির বিভীষিকা.......

#sundarban#tiger#hunting#story

Комментарии

Информация по комментариям в разработке