অষ্ট প্রহরের গান " শীর্ষক সংগীত আয়োজনের "তারানা " পর্ব।রাগ: গুর্জরী টোড়ি। সময়: দিবা ২য় প্রহর।

Описание к видео অষ্ট প্রহরের গান " শীর্ষক সংগীত আয়োজনের "তারানা " পর্ব।রাগ: গুর্জরী টোড়ি। সময়: দিবা ২য় প্রহর।

"অষ্ট প্রহরের গান" শীর্ষক সংগীত আয়োজনের "তারানা" পর্বে সমবেত কন্ঠে তারানা পরিবেশন। রাগ : গুর্জরী টোড়ি। এই রাগটি পরিবেশনের সময় দিনের ২য় প্রহর।শিল্পিরা গাইছেন ১১ মাত্রা বিশিষ্ট " চার তাল কি সোয়ারী " তালে।শিল্পীরা হলেন, ইয়াসমিন আলী,ডা: মাহযাবীন শাওলী,রুমা চৌধুরী,সেহেলী জাহান,তাহমিনা যাদীদ ডেইজী,নুরুন্নাহার মুনা,মাযহারুল ইসলাম তালাশ ও মালিক রাব্বানী। রচনা,সুররোপ,প্রশিক্ষণ ও সংগীত পরিচালনা, শহীদুজ্জামান স্বপন। সংগীত আয়োজন/শাহীন কামাল।যন্ত্রশিল্পী :তবলা রবীন্দ্রনাথ পাল, বেহালা,নুরুজ্জামান বাদশা,বাশী, মো শহীদ, এস্রাজ,অসিত দাস,কি বোর্ড শাহীন কামাল। উল্লেখ্য, বাংলাদেশে এই ধরনের সংগীত আয়োজন ইতিপূর্বে কখনো হয়নি।এমনকি এই তালে কোন কম্পোজিশনও এদেশে ইতিপূর্বে হয়নি।

Комментарии

Информация по комментариям в разработке