বান্দরবানের নিষিদ্ধ এলাকা আন্ধারমানিক পাড়া || নারিশা ঝিরি || AndharManik, Bandarban | Ep.2

Описание к видео বান্দরবানের নিষিদ্ধ এলাকা আন্ধারমানিক পাড়া || নারিশা ঝিরি || AndharManik, Bandarban | Ep.2

1st Ep. Link -    • ভ্রমণ নিষিদ্ধ আন্ধারমানিক অভিযান (পাল...  
জুমঘর ও কিছু স্বপ্ন -    • জুমঘর ও কিছু স্বপ্ন | Jum Ghor | বান্...  
রহস্যময় আন্ধারমানিকের অবস্থান বান্দরবান জেলায় থানচি উপজেলার বড় মদকের পরে। বলে রাখি বড় মদকের পর আর কোন আর্মি বা বিজিবি ক্যাম্প না থাকায় এই এলাকাকে বলা হয় নিষিদ্ধ এলাকা। কথিত আছে এখানে নাকি কারো শাসন চলে না। আর আজ আমরা চলেছি সে নিষিদ্ধ এলাকা ভ্রমনে। আন্ধারমানিক যাওয়ার দুইটা উপায় আছে- সাঙ্গু নদী ধরে থানচি থেকে রেমাক্রী, বড় মদক পেরিয়ে মোটামুটি মায়ানমার সীমান্তের কাছাকাছি আন্ধারমানিক মানিক পাড়ার অবস্থান। থানচি বা রেমাক্রী থেকে নৌকায় খুব সহজেই আন্ধারমানিক চলে যাওয়া যায়। কিন্তু এই নিষিদ্ধ এলাকায় যে ভ্রমনের অনুমতি নাই। বড় মদকের চেকপোস্ট ফাকি দিয়ে কোন ভাবেই আন্ধামানিক যাওয়া সম্ভব নয়। তাই যেতে হবে বিকল্প উপায়ে। যে পথে আন্ধামানিক পৌঁছাতে ৫-৬ দিন পর্যন্ত সময়ও লাগতে পারে।

Комментарии

Информация по комментариям в разработке