রুকইয়াহ কোর্স কুরআন ও হাদীস দিয়ে চিকিৎসা। বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জিনের আসর। Skill Bounty

Описание к видео রুকইয়াহ কোর্স কুরআন ও হাদীস দিয়ে চিকিৎসা। বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জিনের আসর। Skill Bounty

রুকইয়াহ কোর্স কুরআন ও হাদীস দিয়ে চিকিৎসা। বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জিনের আসর। Skill Bounty

বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জিনের আসর জাতীয় ভিন্ন ও বহুমাত্রিক এ-সব সমস্যার সমাধান সাধারণত জাগতিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ভুক্তভোগী ডাক্তারের শরণাপন্ন হলেও তার রোগ ধরা পড়ে না। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ দেখালেও বাস্তবে ভুক্তভোগী থাকে অসুস্থ। ফলে তাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়।

আর তুকতাক-করা ভণ্ড কবিরাজদের কাছে গেলে তো দুনিয়া-আখিরাত উভয়টাই হারাতে হয়। অথচ সমস্যার শুরু থেকে নিয়মিত রুকইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায়।
.
‘রুকইয়াহ’ নববি চিকিৎসার একটি পদ্ধতির নাম; অর্থাৎ কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগ-ব্যাধি ও সমস্যা-সমাধানের চিকিৎসার যে-নববি পদ্ধতি রয়েছে, তা-ই রুকইয়াহ। এই চিকিৎসা-পদ্ধতিতে বদনজর, জাদুটোনা, জিন-পরীর আসর, ওয়াসওয়াসাসহ অন্যান্য শারীরিক ও মানসিক রোগের সমাধান রয়েছে।

এ নিয়েই আলোচনা হবে আমাদের এই কোর্সটিতে।

যোগাযোগঃ ০১৬১২৯৭৫৪০০
ফেসবুক ফেইজঃ   / skillbountybd  
ওয়েব সাইটঃ https://skill-bounty.com

#রুকইয়াহ_কোর্স
#রুকইয়াহ
#বদনজর_চিকিৎসা
#skill_bounty

Комментарии

Информация по комментариям в разработке