এ বিষয়ে বিশ্লেষণধর্মী পূর্ণাঙ্গ আলোচনা এখানে পাবেন- • Prophet Muhammad's ﷺ Miracle of the Split...
নাসার তোলা চাঁদের ছবি-https://solarsystem.nasa.gov/moons/sa...
সূরা ক্বমার তিলাওয়াত- • Surah Al-Qamar | Heart Soothing by Qari Fa...
-সূরা ক্বমারের ১ম আয়াত এবং সহিহ বুখারীর ৩৮৬৯নং হাদিস সহ আরো অনেক হাদিসে মুতাওয়াতির সূত্রে চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ব্যাপারটি এসেছে।
-নবীদের জীবনী, আসাদুল্লাহ আল গালিব হাফিঃ এর লেখা রাসূল সাঃ এর জীবনী অংশে লেখক সংক্ষেপে এ বিষয়ে বর্ণনা এনেছেন।
-চেরামানের ঘটনাটি (তাফসীরে মাআরেফুল কুরআন ই.ফা..৮ম খণ্ড, সূরা ক্বামারের তাফসীরে ‘তারীখে ফিরিশতা' কিতাবে বরাতে উল্লেখ আছে।) (আল-ইসাবাহ, খণ্ড ৩, পৃষ্ঠা ২৭৯ এবং লিসানুল মীযান যাহাবীর, খণ্ড ৩, পৃষ্ঠা ১০ এ 'সারবানাক' নামে ওনার বর্ণনা আছে । এই নামেই তাঁকে আরবরা চিনত।) (ডা. শামসুল আরেফিন তার ডাবল স্ট্যান্ডার্ড-১ এর ১০১ পৃষ্ঠার ফুটনোটেও বিষয়টি এনেছেন।)
------------------------------------------
চাঁদ দ্বিখন্ডিত হয়ে গেছে
...................................
চাঁদ নিয়ে গবেষণা করছেন। চাঁদ সম্পর্কিত নানা বিষয় তার মনে ঘুরপাক খায়। তিনি নাসার প্রণিত চাঁদের ছবি দেখেন।
-এটা কিভাবে হল?
টিভিতে বিভিন্ন বক্তব্য শোনেন।
-নাসার ছবিতে এই ফাটলটি কিসের?
.........
পরবর্তীতে ঘরের টিভি চালাতে চালাতে চ্যানেল পরিবর্তন করতে থাকেন। [বিরক্ত হয়ে যাচ্ছিলেন] কয়েকটি অনুষ্ঠান। হঠাৎ অনুষ্ঠান শুরু। উঠে যাচ্ছিলেন আবার এসে বসলেন।
.............
নাসার ছবিতে চাঁদ ফাটল দেখা যাক আর না যাক,
-কি?
54 ক্বমার ১:
পবিত্র কুরআনের সূরা কমারের প্রথম আয়াতে আল্লাহ বলেন, চাঁদ দ্বিখন্ডিত হয়ে গেছে।
বিভিন্ন হাদিসের আলোকে জানা যায়, রাসুল সাঃ অসংখ্য মানুষের সামনে চাঁদ দ্বিখন্ডিত করেছিলেন।
-আচ্ছা? কিন্তু বিষয়টা তো আজগুবি মনে হচ্ছে।
হ্যাঁ বিষয়টা আজগুবি মনে হলেও ভাস্কো দাগামা, ক্রিস্টোফার কলম্বাস এবং পৃথিবীর সপ্ত আশ্চর্য ঘিরে যে ঘটনাগুলি রয়েছে সেগুলো আমরা কোনো সাক্ষী ছাড়াই বিশ্বাস করি। অথচ কোরআনে সূরা ক্বমারের ১ম আয়াতে আল্লাহ তো বর্ণনা করেছেনই, আর মুসলিমদের মধ্যে ইবনে মাস’উদ, আলী, যুবাইর ইবনে মুত’ইম, ইবনে উমার, আবু সালামা ইবন আব্দুল আসাদ, আরকাম ইবনে আরকাম, হুযাইফা বিন ইয়ামান, আব্দুল্লাহ বিন আমর বিন আস [রা:] উপস্থিত ছিলেন এবং কাফিরদের মধ্যে "ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহল, আস বিন ওয়াইল, আস বিন হিশাম, আসওয়াদ বিন আব্দী ইয়াগুস, আসওয়াদ বিন মুত্তালিব, জাম’আ বিন আসওয়াদ, নাযর বিন হারিস" এবং আরো অনেকে উপস্থিত ছিলো। আরবে বহিরাগতদের কাছে জিজ্ঞাসাবাদ করলে তারাও এ বিষয় স্বচক্ষে দেখেছে বলে সাক্ষী দিয়েছে।
-কিন্তু এরা তো শুধু আরবের।
ভাবছেন এরা শুধু আরবের? আরবের বাইরে অনারবরাও আরবে এসে এঘটনার বর্ণনা দিয়েছেন।
আমি এখন দাড়িয়ে আছি ভারতের কেরালার চেরামান মসজিদের সামনে। রাসূল সাঃ যখন চন্দ্র দ্বিখন্ডিত করেছিলেন তখন স্বচক্ষে দেখেন এবং তা নিজের রোজনামচায় লিপিবদ্ধ করেন ভারতের কেরালার মালাবার অঞ্চলের চেরামান পেরুমল, যার উপাধি ছিল চক্রবর্তী ফারমাস। তিনি মালাবারে আগত আরব বণিকদের থেকে নবীজীর খবর পেয়ে মক্কায় গিয়ে সম্ভবত ৬১৯-৬২০ খ্রিষ্টাব্দে প্রিয় রাসূল সাঃ এর সাথে সাক্ষাত করে ইসলাম কবুল করেন। রাসূল সাঃ তার নাম রাখেন তাজউদ্দীন। এর সমর্থনে মুসতাদরাকে হাকিমের বর্ণনায়, তিনি ভারত থেকে আদা দিয়ে বানানো আচার নিয়ে গিয়েছিলেন। রাসূল সাঃ তা সবার মাঝে ভাগ করে দিয়েছিলেন মর্মেও একটি হাদিস পাওয়া যায়। ভারতে ফিরে এই মসজিদটি নির্মাণ করেন।
-এর ঐতিহাসিক প্রমাণ কি?
চেরামানের নিজের হাতের লেখা এখনও ভারতে লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
-টিবির হুজুরও আমার মুখে মুখে তর্ক করে। ধ্যাৎ..
এরপরও কেউ কেউ এটাকে অস্বীকার করে। আল্লাহ বলেন,وَإِن يَّرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ، وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ ‘তারা যদি কোন নিদর্শন দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে, এটা তো চলমান জাদু’। ‘তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে। অথচ প্রত্যেক কাজের ফলাফল (ক্বিয়ামতের দিন) স্থিরীকৃত হবে (ক্বামার ৫৪/২-৩)।
০
......................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত৷ দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন৷
#banglacartoon, #animatedcartoon, #animation, #islamiccartoonsforkids, #islamiccartoon, #hujur, #education, #educationalvideo, #banglaanimatedcartton, #bengalicartoonvideo, #dawah, #fairytales, #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন
Информация по комментариям в разработке