পাখির বাচ্চা মারা যায় কেন | বাজরিগার পাখি পালন | বাজিগর পাখির বাচ্চার যত্ন | Why Baby Budge Die

Описание к видео পাখির বাচ্চা মারা যায় কেন | বাজরিগার পাখি পালন | বাজিগর পাখির বাচ্চার যত্ন | Why Baby Budge Die

পাখির বাচ্চা মারা যায় কেন | বাজরিগার পাখি পালন | বাজিগর পাখির বাচ্চার যত্ন
যারা পোষা পাখি পালন করেন তাদের জন্য পাখির বাচ্চা হলে এটা খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় পাখি ঠিকভাবে বাচ্চা ফুটেছে কিন্তু সেই বাচ্চাগুলো বড় হচ্ছে না ছোট অবস্থায় মারা যাচ্ছে। সত্যি এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার। গ্ৰো লাইফের আজকের পেছনে আপনি জানবেন বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার 6 টি আলাদা আলাদা কারণ ও এর প্রতিকার কি।
১, একটা মা পাখি যখন অনেকদিন যাবত বাচ্চা উৎপাদনের জন্য ডিমে তা দিতে থাকে তখন ওই হাড়ির ভেতর পাখির মল জমতে থাকে। বেশীরভাগ সময়ই দেখা যায় এই মল গুলো ভিজে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হয়। বাজরিগার সহ বেশিরভাগ পাখির বাচ্চা জন্মের পর কিন্তু থাকে খুবই ছোট আকৃতির। এ বাচ্চাগুলোর নাকে মুখে পাখির মল লেগে শক্ত হয়ে যায় এবং এর ফলে পাখির বাচ্চা গুলো মারা যায়। আবার কিছু কিছু সময় এই মলের মধ্যে ডুবে পাখির ছোট বাচ্চাগুলো মারা যায়। আবার অনেক সময় এই সাতশেত পরিবেশে থাকার ফলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে মারা যায়। এই সমস্যাটির থেকে বাচ্চা বাঁচানোর উপায় হচ্ছে আপনাকে বাচ্চা হওয়ার আগ দিয়ে খেয়াল করতে হবে পাখির হাড়ির ভেতর অতিরিক্ত মল জমে আছে কিনা। আর এই মালগুলোর স্যাতস্যাতে হয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন একটু একটু ময়লা জমে আছে সে ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত হলে পরিস্কার করে দিতে হবে আর ভেজা থাকলে সেটা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে।
২, অনেক সময় দেখা যায় সদ্যজাত বাচ্চার খাদ্য থলিতে আস্ত খাবার এর দানা থাকে যেটা এত ছোট বাচ্চার পক্ষে হজম করা সম্ভব নয় এর ফলস্বরূপ বাচ্চার মৃত্যু ঘটে। এটা বেশিরভাগ সময়ই অনভিজ্ঞ মা-বাবা পাখির জন্য এরকমটা হয় এরা ঠিক ভাবে বুঝতে পারেনা বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে। এই সমস্যা সমাধানের সহজ উপায় হচ্ছে। বাচ্চা ছোট থাকা অবস্থায় মা-বাবা পাখিকে খাবার হিসাবে দানাদার খাবারের পাশাপাশি দিনে কয়েকবার করে নরম খাবার দিতে হবে। সেক্ষেত্রে ওই নরম খাবারগুলো তারা বাচ্চাদের আরামে খাওয়াতে পারবে। তবে সিডমিক্স ও সাথে চলবে।

৩, বাচ্চা খোসা ভেঙে বের হতে না পারা
কিছু কিছু পাখিকে আমরা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাইয়া থাকি। বিশেষ করে ক্যালসিয়াম খাওয়ানোর মাত্রা যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন পাখির ডিমের খোসাগুলো হয় অতিরিক্ত শব্দ। ফলাফল স্বরূপ এরকম শক্ত খোসা ভেঙে ভেতর থেকে বাচ্চা বের হতে পারে না। এবং পাখি ভালো ডিম পাড়ার পড়ো সেই বাচ্চাগুলো আর বাচে না । এই সমস্যাটা এভোয়েড করতে চাইলে সুস্থ সবল পাখিকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়ানো বাদ দিতে হবে। এর থেকে আপনি খাঁচায় কিছু ক্যাটল ফিস বোন ও মিনারেল ব্লক রেখে দিন এবং পাখিকে শুধু শুধু ওষুধ না খাইয়া কলমি শাক পালং শাক সহ বিভিন্ন সবজি দিন এই ধরনের প্রাকৃতিক খাবার প্রাকৃতিকভাবেই পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে।

৪, কিছু কিছু সময় বাচ্চার জন্য দেয়া নরম খাবার পচে গিয়ে বা দানাদার খাবার ভিজে নষ্ট হয়ে যায়। এগুলো সময় মত পরিবর্তন না করলে এই খাবারগুলো যখন বড় পাখি গুলো খেয়ে তার বাচ্চাদের খাওয়াবে তখন তা বদহজম জাতীয় সমস্যা সৃষ্টি করে। বড় পাখির গুলো এরকম পচা খাবার খেয়ে খুব একটা অসুস্থ না হলেও বাচ্চাগুলো মারা যায়। তাই পাখিকে নরম খাবার খেতে দিলে সেগুলো অবশ্যই নষ্ট হবার আগেই সরিয়ে ফেলতে হবে। একবার নরম খাবার দেবার পরবর্তী 4 থেকে 5 ঘণ্টার মধ্যে সেগুলো পরিবর্তন করে ফেলে দিতে হবে।

৫, পরবর্তী কারণটি হলো মা ও বাবা পাখি বাচ্চাদের ঠিকমতো খাওয়ায় না। এটা বিভিন্ন কারণে হতে পারে হয়তো আপনি খাবার কম দিচ্ছেন। সাধারণত বাজিগারের বাচ্চা থাকা অবস্থায় এরা স্বাভাবিকের চাইতে 4 থেকে 5 গুণ পর্যন্ত খাবার গ্রহণ করে। এসময় আপনাকে পর্যাপ্ত মাত্রায় সিডমিক্স অপর্যাপ্ত মাত্রায় সব পাখির খাঁচায় দিতে হবে। এটা না করলে বাচ্চা গুলো ঠিকভাবে খাবার পাবেনা। আবার কিছু কিছু পাখির অভ্যাসই থাকে বাচ্চাদের না খাওয়ানোর। এগুলোর ক্ষেত্রে আপনাকে সেদিন দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিতে হবে।

৬, জেনেটিক্যাল কারণে।
কিছু কিছু সময় জেনেটিকাল কারণে বাচ্চা ডিম ফোটার দু'একদিনের মধ্যেই মারা যায়। আপনি যদি দেখেন আপনার একই জোড়া পাখির বাচ্চা বারবার কোন অযৌক্তিক কারণে মারা যাচ্ছে। সেদিন আপনাকে বুঝতে হবে এটা কোন জেনেটিক্যাল প্রবলেম এর কারনে হচ্ছে। অনেকে একই মা-বাবার দুইটা বাচ্চাকে জোড়া দেয়। যেটা পরবর্তীতে এরকম জেনেটিক্যাল সমস্যা সৃষ্টি করতে পারে। এগুলো দূর করতে আপনাকে পাখির জোড়া পরিবর্তন করে দিতে হবে।
related topics
পাখির হাট মিরপুর ১ বিশাল পাখির হাট, পাখি পালন করে অায়,Riches man, mirpur 1 pakhir hat, it's biggest hat in bangladesh.there are many many bird buy and selling in the pakhir hat.pakhi palon bangla, lovebird ll 2020 সালে ১ জোড়া ফিঞ্চ পাখির দাম ও মাসিক খাবার খরচ কত তা জানুন ll Finch bird price & monthly cost ll পাখির চর্বি,এগবাইন্ডিং,egg binding, birds fat, শীতে পাখির যত্ন, Find out how long after mating the bird lays its eggs,পাখি মিটিং করার কত পর ডিম দেয় তা জানুন,পাখি ৮-১০ টা ডিম দেয় কিন্তুু বাচ্চা ফুটে মাত্র ২-৩ টা কেন? তা জানুন,birds egg ll budgies,
বিভিন্ন প্রজাতির পাখি এই হাটে বিক্রী হয়।দামও কম অাছে অন্যান্য হাটের তুলনায়।তবে হাটে অনেকেই অসুস্থ পাখি বিক্রী করে তাই বুঝে শুনে পাখি কিনুন।পাখি পালন বাংলা,
পাখি পালন করে অনেক অানন্দ লাগে।তবে দেশীয় বন্য পাখি পালন সম্পূৃর্ণ অাইনত দন্ডনীয় অপরাধ।birds egg food,বাজরিগার ডিম পারার অাগে ও পরে যে খাবার,ঢাকায় কোথায় পাখির হাট বসে তা জানুন,mirpur 1 pakhir hat,mirpur 13pakhir hat,mirpur 14pakhir hat, দিবেন,budgies,lovebird,বদ্রি,বাজরিকা।
Why don't birds lay eggs,কেন পাখি ডিম পারেনা? budgies,পাখির ডিম,rainbiw budgies,রেইনবো বাজরিগার,rainbow mutation,
বাজরিগার, পাখি পালন, বাজরিগার পাখি পালন,

Комментарии

Информация по комментариям в разработке