অপরা একাদশী মাহাত্ম্য ও ব্রতকথা

Описание к видео অপরা একাদশী মাহাত্ম্য ও ব্রতকথা

শুভ সকাল, আজ দিন শুরু হোক ঈশ্বর আরাধনার আরেক পন্থা, অপরা একাদশী নিয়ে।
আমাদের হিন্দুধর্মে একাদশীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রতিটি একাদশী পালনে আমরা যে ফললাভ করতে পারি, তা যজ্ঞ, তপস্যা, তীর্থযাত্রা, গঙ্গাস্নানেও অর্জন করতে পারি না।
ঠিক তেমনই একটি একাদশী অপরা একাদশী আসছে আগামী ১৫ই মে। কৃষ্ণপক্ষের এই একাদশী পালনে কি কি ফললাভ করতে পারবেন, এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি! তা নিয়েই থাকছে আজকের আয়োজন৷
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর একাদশীতে কোনটি করণীয়, কোনটি বর্জনীয় তা নিয়ে আগেই আমাদের একটি ভিডিও দেওয়া আছে, যারা দেখেন নাই, কমেন্টে ভিডিও লিংক দেয়া থাকবে, অনুগ্রহ করে দেখে নেবেন।
সকলের দিন শুভ হোক, হরে কৃষ্ণ।

Комментарии

Информация по комментариям в разработке