রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস || Gora Uponnas Class - X ||

Описание к видео রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস || Gora Uponnas Class - X ||

রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস || Gora Uponnas Class - X ||


#রবীন্দ্রনাথ_ঠাকুরের_গোরা_উপন্যাস #GoraUponnasHistory #jasir #Gora



👉 কিছু কথা :
----------------

রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ 12 টি উপন্যাসের মধ্যে একটি অন্যতম উপন্যাস ছিল গোরা।

উপন্যাসটি 1907 খ্রিস্টাব্দে পর্যন্ত প্রবাসী পত্রিকায় প্রবন্ধ আকারে প্রকাশিত হয় এবং 1910 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পুত্র রথীন্দ্রনাথকে উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটি উপন্যাসের মধ্যে এটি ছিল একটি দীর্ঘতম বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে ভারতীয় সমাজের দেশাত্মবোধের বিভিন্ন রূপ তিনি প্রকাশ করেছেন এবং উপন্যাসের মূল চরিত্র ছিল গড়া মহিম, কৃষ্ণ দায়াল এবং সুচিত্রা ললিতা প্রমুখ।

গোরা একজন আইরিশ সন্তান কিন্তু তিনি দীর্ঘদিন পরে বুঝতে পারেন তিনি আইরিশ তবে তিনি নিজেকে সম্পুর্ন ভারতীয় বলে মনে করতেন। ভারতীয় সমাজের উৎকর্ষের জন্য তিনি প্রচেষ্টা চালান। তিনি নিজেকে সম্পুর্ন ভারতীয় বলে মনে করতেন এবং তিনি খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিতর্ক সভায় ভারতীয় প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতেন। গোরার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে - পল্লী বাংলার সামাজিক বন্ধন শহরের সামাজিক বন্ধন থেকে অনেক বেশি দৃঢ় কিন্তু গ্রামের মানুষ বিপদে মানুষের সামনে আসে না এবং বিপদের সময় মানুষকে ভরসা দেয়না। জাতপাতের বেড়াজালে এখানে খুব দৃঢ়।



🔥 অন্যান্য ভিডিওগুলি হল :
-----------------------------------


🗞️ শাহজাহানের তাজমহল
   • আগ্রার তাজমহল || Agrar Tajmahal ||  


🗞️ নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব
   • নীল বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবীদের ভূম...  



🗞️ সিপাহী বিদ্রোহের চরিত্র
   • 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা ...  



🗞️ বারাসাত বিদ্রোহ
   • বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবী আন্দোলন ll...  



👉 এছাড়া অন্যান্য ভিডিওগুলি দেখতে হলে আপনারা অবশ্যই আমাদের প্লেলিস্ট এগিয়ে চেকআপ করে নিতে পারেন।



📌 ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে।





⬛️ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য।



T H A N K Y O U F O R A L L

Комментарии

Информация по комментариям в разработке