তোমায় ভালবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি | Tomay Valobeshe si | ঈসায়ী গান | Isa-e Song

Описание к видео তোমায় ভালবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি | Tomay Valobeshe si | ঈসায়ী গান | Isa-e Song

তোমায় ভালবেসেছি
প্রভু তোমায় জীবন দিয়েছি ।
আমি পাপের পথে আর
ফিরব না কোনদিন।।

তোমায় ভালবেসেছি
প্রভু তোমায় জীবন দিয়েছি ।
তোমায় ভালবেসেছি
প্রভু তোমায় জীবন দিয়েছি ।।

আসে সমুখ পানে যদি তুফান ভারী
জানি তোমার নামেতে পার হতে পারি।।
আমি তোমারই নাম ধরে বেয়ে যাবো
জীবন তরণী চিরদিন ।

তোমায় ভালবেসেছি
প্রভু তোমায় জীবন দিয়েছি ।
আমি পাপের পথে আর
ফিরব না কোনদিন।।

রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে
পথ হারাই নাকো কভু সকল কাজে।
রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে
পথ হারাই নাকো কভু সকাল সাঁঝে।।
জানি তোমার নামেতে পাড় হয়ে যাবো
জীবন সাগর একদিন। ।

তোমায় ভালবেসেছি
প্রভু তোমায় জীবন দিয়েছি ।
আমি পাপের পথে আর
ফিরব না কোনদিন।।

যদি মরণ আমার কভু সামনে আসে
আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে।।
আমি এমনি করে যেন পার হয়ে যাই
জীবনের বাকি কটা দিন।।

তোমায় ভালবেসেছি
প্রভু তোমায় জীবন দিয়েছি ।
আমি পাপের পথে আর
ফিরব না কোনদিন।।

#তোমায়ভালবেসেছি​ #isaesong​ #christiansong

Комментарии

Информация по комментариям в разработке