বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Bibhutibhusan Bandopadhayay | জীবনী

Описание к видео বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Bibhutibhusan Bandopadhayay | জীবনী

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay)। তিনি আমাদের জন্য রেখে গেছেন পথের পাঁচালি ও চাঁদের পাহাড় এর মতন অনেক উপন্যাস যা অনেক বাঙালির মন কেড়ে নিয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় অবস্থিত কাঁচরাপাড়ার নিকটবর্তী অবস্থিত ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে ১২ই সেপ্টেম্বর ১৮৯৪ সালে তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তবে তার আদিবাড়ি ছিল একই জেলার বনগাঁর নিকট ব্যারাকপুর গ্রামে। পিত মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের এবং মাতা মৃণালিনী দেবী ছিলেন, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৫ ভাইয়ের মধ্যে বড়ো ছিল।তার বাল্য শিক্ষা শুরু হয় পিত মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের নিকটে এবং তার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ এর পাশাপাশি নিজ গ্রামের পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandyopadhyay) ছোট থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। পাঠশালার পথ শেষ করে তিনি বনগ্রাম হাই স্কুল এ পড়াশোনা শুরু করেন। তিনি যখন অষ্টম শ্রেণীতে ওঠেন তখন তার বাবা শারীরিক অসুস্থতার কারণে মারা যান এবং১৯১৪ সালে তিনি মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন।

বনগ্রাম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে তিনি কলকাতায় রিপন কলেজে ভর্তি হন, সেখান থেকে তিনি ১৯১৬ সালে “আই . এ” পরীক্ষাতে প্রথম বিভাগে পাশ করেন। ১৯১৮ সালে ডিস্টিংশন নিয়ে বি . এ . পাশ করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি “মাস্টার্স” এবং “ল” (LAW) নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সংসারিক এবং আর্থিক চাপে পড়াশোনা বন্ধ করে তিনি জঙ্গিপাড়ায় ও পরে সোনারপুরের হরিনাভি স্কুলে শিক্ষাকথা করেন
#viralvideo
#biography
#bibhutibhushanbandyopadhyay
#bengaliliterature
#bangla

Комментарии

Информация по комментариям в разработке