আজকের কাহিনীটি পাওয়া যাবে কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের ১১ পৃষ্ঠায় এবং হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের ৩৮ পৃষ্ঠায়।
ব্রহ্মার বরে রাবণ মহা শক্তিশালী হয়ে একে একে তার পার্শ্ববর্তী সমস্ত রাজ্য জয় করেন। তার ভয়ে ত্রিভুবন সন্ত্রস্ত হয়ে ওঠে। দেবতারা ভীত হয়ে ব্রহ্মার স্মরণাপন্ন হন। ব্রহ্মা বললেন, তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও। পূর্ব জন্মে রাবণ ও কুম্ভকর্ণ বিষ্ণুর দ্বাররক্ষী ছিলেন। ঋষিদের অভিশাপের কারণে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং শ্রীহরির হাতেই তাদের মৃত্যু নিশ্চিত হয়ে আছে। ব্রহ্মার কথায় আনন্দিত হয়ে দেবতাগণ ক্ষীরোদ সাগরে উপস্থিত হলেন। নারায়ন তখন যোগ নিদ্রায় শায়িত। দেবতাগণ তার স্তুতি করে একে একে রাবণের অত্যাচারের কাহিনী সবিশেষ বর্ণনা করলেন। শ্রীহরি দেবতাদের আশ্বস্ত করে জানালেন, রাবণের ভবলীলা সাঙ্গ করে মর্ত্যলোকে শান্তি ফিরিয়ে আনতে অচিরেই তিনি রামচন্দ্র রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন। শ্রীহরির আশ্বাসে প্রীত হয়ে সকলে প্রস্থান করলেন। এদিকে পুত্র লাভের আশায় রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির পৌরহিত্যে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞের পবিত্র অগ্নি থেকে স্বর্ণ পাত্র হাতে এক দিব্য পুরুষ নির্গত হয়ে দশরথকে বললেন, মহারাজ দেবতাগণ আপনার হোমে সন্তুষ্ট হয়েছেন। প্রজাপতি স্বয়ং আপনার পুত্র লাভের জন্য এই পবিত্র চরু প্রস্তুত করে পাঠিয়েছেন। এক্ষুনি এগুলি আপনার পত্নীদের খাইয়ে দিন। এই বলে সেই দিব্য পুরুষ দশরথের হাতে স্বর্ণ পাত্র সমর্পণ করে যজ্ঞের পবিত্র অগ্নিতে মিলিয়ে গেলেন। রাজা দশরথ দ্রুত প্রাসাদে প্রবেশ করে কৌশল্যা ও কৈকেয়ীকে ডেকে সেই চরু সমান ভাগে ভাগ করে দিলেন। তারপর তাদের নিজের নিজের ভাগের অর্ধেক করে তা সুমিত্রাকে দিতে অনুরোধ করলেন। এভাবে পবিত্র চরুর চার ভাগের দুই ভাগ সুমিত্রা এবং অপর দুই ভাগ কৌশল্যা ও কৈকেয়ী গ্রহণ করে প্রত্যেকে গর্ভবতী হলেন। এরপর একে একে ৬ টি ঋতু পার হল। দ্বাদশ মাসে চৈত্র মাসের নবমী তিথিতে কৌশল্যা ভগবান রামের জন্ম দিলেন। তারপর কৈকেয়ীর গর্ভ থেকে ভরতের জন্ম হল। এবং সব শেষে সুমিত্রার গর্ভ থেকে লক্ষন ও শত্রুঘ্ন জন্ম গ্রহণ করলেন।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের তথ্যে যদি কোন ভুল থাকে তবে সঠিক তথ্য কোন গ্রন্থের কত নং পৃষ্ঠায় আছে কমেন্ট সেকসনে উল্লেখ করুন। ভালো থাকবেন।
YouTube channel👇
/ alokpat
Like our Facebook page👇
/ alokpat4you
Read Blogg as Stories👇
http://alokpat.blogspot.in/?m=1
Instagram👇
/ alokpat4u
Sharechat👉 @alokpat
সম্পুর্ন বিনামূল্যে এই চ্যানেলের আপডেট পেতে Subscribe অপশনে ক্লিক করে ঘন্টা (🔔) চিহ্নে ক্লিক করে রাখুন। বন্ধুদের জানাতে Facebook, Twitter, WhatsApp সব জায়গায় শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি কোন ভুল হয়ে থাকে মার্জনা করবেন। ভিডিও গুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন।
ভালো থাকবেন।
Background music: https://www.bensound.com/
editing: https://www.kinemaster.com/
pic: https://www.google.com
Sound effects:
https://www.partnersinrhyme.com/
https://www.soundbible.com/
Green screen effects:
/ @greenhdscreen
Facts you may know from this content:
Alokpat,Hindu,Ramayana,আলোকপাত,পৌরাণিক,রামায়ণ,ram god,rama sita,who is ram,veda,hindu temple,hindu gods,Birth of Ram,Alokpaat,Lord Rama,রামের জন্ম,চরু,চরু কি,রামের মা কে,ভরত,শত্রুঘ্ন,লক্ষণ,দশরথ,কৌশল্যা,কৈকেয়ী,সুমিত্রা,ঋষ্যশৃঙ্গ,ভরতের মা কে,লক্ষনের মা কে,শত্রুঘ্নের মা কে,প্রজাপতি কে,রাম লক্ষণ,অযোধ্যা,রামের বনবাস,সীতার বনবাস,what happened before Rama's birth,laksman,Shatrughna,Bharat,koushalya,kaikeyi,sumitra,Dasharath,father of ravana,sri lanka,ভগবান বিষ্ণু #alokpat, ram janmabhumi, ayodhya, birthplace of Ram, birthplace of Rama, রাম জন্মভূমি, রামের জন্মস্থান, অযোধ্যা,
Информация по комментариям в разработке