নীড় থিম পার্ক এন্ড রেস্টুরেন্ট, দড়িপাড়া, কালীগঞ্জ, গাজীপুর।

Описание к видео নীড় থিম পার্ক এন্ড রেস্টুরেন্ট, দড়িপাড়া, কালীগঞ্জ, গাজীপুর।

মানুষের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পরিবার পরিজন নিয়ে ও কর্মজীবনের মধ্য দিয়ে এগিয়ে চলতে হয়। ফলে জীবনের অনেকটা সময় মানুষের মননশীলতায় একঘেয়েমিতা পরিলক্ষিত হয়। মানুষ এই একঘেয়েমিতা থেকে অনেক সময় নিষ্কৃতি পেতে চায়, সুস্থধারার বিনোদনের মাধ্যমে নিজেকে ও পরিবারের সকলকে একটু আনন্দ দিতে চায়। এরই ধারাবাহিকতায় চিত্তবিনোদন ও পরিবারের সাথে আদর্শ সময় কাটানোর লক্ষ্যে এবং টেকসই ও উৎপাদনমূখী সমবায় গড়ার প্রতিশ্রুতি নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর বর্তমান ব্যবস্থাপনা কমিটি ‘নীড় থীমপার্ক ও রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট’ প্রকল্প বাস্তবায়ন করছেন।
প্রকল্পটি দড়িপাড়া এলাকায় ঢাকা-কালীগঞ্জ-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। প্রকৃতির সান্নিধ্যে মনোরম পরিবেশে প্রায় ১৫ বিঘা নিজস্ব ভূমিতে নীড় থিম পার্ক এন্ড রেস্টুরেন্ট প্রকল্পের ৫ তলা বিশিষ্ট রেস্টুরেন্ট এর নির্মাণ কাজ শেষ পর্যায়। এই প্রকল্প থেকে একই সাথে ৩টি সুবিধা প্রদান করা হবে, যেমন- হাইওয়ে রেস্টুরেন্ট, থীম পার্ক ও রিসোর্ট। বর্তমানে বিভিন্ন ফ্লোরে ইন্টেরিয়র এর কাজ চলমান রয়েছে। এখানে শিশুদের জন্যে উন্নতমানের বিভিন্ন রাইডস এর জন্য আধুনিক সকল সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। প্রকল্পে থীম পার্কের মূল ৯টি রাইডস-ওয়েস্টার্ন এক্সপ্রেস ট্রেন, হানি সুইং, টুইস্ট, পাইরেট শীপ, মেরীগো রাইডস, প্যারাট্রপার, সোয়ান এ্যাডভেঞ্চার, ওয়ান্ডার হুইল, প্যাডেল বুট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আরো ১২টি রাইডসের সমন্বয়ে তৈরী করা হচ্ছে কিডস জোন। প্রকল্পে রেস্টুরেন্ট ও থীম পার্কের পাশাপাশি নিরিবিলি অবকাশের জন্য রিসোর্ট ও সুইমিং পুলের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। প্রত্যাশা করা যাচ্ছে এ বছর শেষে প্রকল্পটি সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
নীড় থীমপার্ক ও রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট-এ যেসকল বৈশিষ্ট রয়েছে :
প্রকৃতির সান্নিধ্যে ১৫ বিঘা জমিতে নির্মীয়মান প্রকল্পটি;
৫তলা বিশিষ্ট হাইওয়ে রেস্টুরেন্ট;
এতে রয়েছে অবকাশ ও রাত্রি যাপনের ব্যবস্থা;
প্রতিদিন একসঙ্গে ৩০০-৫০০ জন লোকের আবাসিক সুবিধা;
উন্নতমানের ও সুষম খাদ্য পরিবেশন ও চাহিদানুযায়ী অর্ডার পরিবেশন;
বিস্তৃত পরিসরে কার পার্কিং, দৃষ্টিনন্দন লেক ও লেকের ওপর সেতু;
আধুনিক ও নিরাপদ বিভিন্ন রাইডসহ ওয়াটার রাইড ব্যবস্থা;
২টি দু’তলা বিশিষ্ট কটেজ এবং সুইমিংপুল সন্নিবেশিত;
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহারে রয়েছে নিজস্ব আলাদা পাওয়ার হাউজ;
সার্বক্ষণিক সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ও সুদক্ষ কর্মী দ্বারা সংরক্ষিত;
ঢাকা শহর হতে স্বল্প দূরত্বে ও রাজধানীর পূর্বাচল নতুন শহরের সন্নিকটে;
প্রকল্পটি বাস্তবায়িত হলে সমাজের লোকজনের কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি অত্র অঞ্চলের অর্থনৈতিক জীবন-মান উন্নত হবে। পরিবারের একঘেয়েমিতা দূরীকরণের মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। হাউজিং সোসাইটির আজকের এই ৩৬তম বার্ষিক সাধারণ সভার শুভক্ষণে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সকল সদস্য-সদস্যা, শুভাকাঙ্খীবৃন্দের পক্ষ থেকে গৃহীত এ প্রকল্পের সাফল্য কামনা করে সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও তার পরিষদকে জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন।

Комментарии

Информация по комментариям в разработке