00:38.30 ব্রতের নিয়ম
01:43.70 শিবের পায়ের নিচে কে?
06:01.60 রং পাল্টানো শিব লিঙ্গ
09:22.75 মহা মৃত্যুঞ্জয় মন্ত্র
12:44.40 ভস্মাসুরের কাহিনী
16:25.16 শিবরাত্রির ইতিহাস
19:58.34 শিব অর্জুনের যুদ্ধ
শিব রাত্রি বা শিব চতুর্দশী,
বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। জাল, ফাঁদ, দড়ির ফাঁস, তির ধনুক এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ার নিয়ে সে সব সময় জঙ্গলে ঘুরত। একদিন সেই ব্যাধ বনের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। সূর্য অস্ত গেল। চারিদিকে আঁধার নেমে এল। বন্য জন্তুর চিৎকারে ঘুম ভাঙল ব্যাধের। ঘোর অন্ধকারে কোন কিছুই ভালো দেখা যায় না। পাশেই ছিল একটি বড় বেলগাছ। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে সেই বেলগাছে চড়ে বসল। সারাদিন ব্যাধ ছিল অভুক্ত। শীতে ও ক্ষুধায় তার শরীর কাপঁতে লাগল। দৈববশত সেই দিনটি ছিল শিবচতুর্দশী। আর বেলগাছের নিচেই ছিল একটি শিব লিঙ্গ। উপবাসী ব্যাধের শরীরের কম্পনে একটি একটি করে শিশিরে ভেজা বেলপাতা শিব লিঙ্গের উপর পড়তে লাগল। এভাবে উপবাসী ব্যাধ নিজের অজান্তেই শিবরাত্রিব্রত করে ফেলল। শিবের করুনায় তার সব পাপ ধুয়ে গেল। পরদিন ভোরের আলো ফুটলে ব্যাধ নিজের বাড়িতে ফিরে এল। কালক্রমে ব্যাধের পরমায়ু শেষ হল।
যমদূতেরা এল তার আত্মাকে যমালয়ে নিয়ে যেতে। একই সময়ে শিবদূতেরা এসে তাকে তাকে যমদূত দের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল শিবলোকে। আহত যমদূতেরা যমরাজের কাছে গিয়ে সব বৃত্তান্ত জানালো। সঙ্গে সঙ্গে যমরাজ ছুটে এলেন শিবলোকে। সামনেই শিবের অনুচর নন্দীকে পেয়ে যম তাকে সব বললেন, এই ব্যাধ সারা জীবন ধরে কারণে অকারণে অনেক প্রাণী হত্যা করে প্রচুর পাপের বোঝা তৈরি করেছে। তাই নিয়ম মত যমালয়ই এর উপযুক্ত স্থান। সব শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এই ব্যাধ যে দুরাত্মা এতে কোন সন্দেহই নেই। সে সারা জীবন অনেক পাপ করেছে একথাও ঠিক। কিন্তু নিজের অজান্তেই শিবরাত্রি ব্রত পালন করে সে পাপমুক্ত হয়েছে এবং মহাদেবের কৃপায় শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমরাজ যমপুরীতে ফিরে গেলেন।
ভষ্মাসুর
ভষ্মাসুর/ভস্মাসুর এক সময় কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বর দিতে উপস্থিত হলেন। ভষ্মাসুর অমরত্ব প্রার্থনা করলেন। মহাদেব বললেন, তা সম্ভব নয়, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। অনেক ভেবে ভষ্মাসুর বললেন, হে প্রভু, তাহলে আমাকে এমন শক্তি প্রদান করুন যাতে আমি যার মাথায় হাত রাখবো সে তৎক্ষণাৎ পুড়ে ভষ্ম হয়ে যাবে। শিব ঠাকুর বললেন, তথাস্তু। মহেশ্বরের কাছ থেকে সকলকে ভষ্ম করার বর পেয়েছিলেন বলে তার নাম হয়েছিল ভষ্মাসুর। বর পেয়ে ভষ্মাসুর তার শক্তি পরীক্ষা করতে চাইলেন। সামনে তখনো শিব ঠাকুর দাড়িয়ে আছেন। ভষ্মাসুর ভাবলেন তাহলে শিব ঠাকুরের উপরই পরীক্ষাটা করা যাক। ভাবনা মাত্রই তিনি হাত তুলে শিব ঠাকুরের দিকে এগিয়ে গেলেন। অবস্থা বেগতিক দেখে শিব ঠাকুর প্রাণপণে ছুট লাগালেন। ভষ্মাসুরও ছাড়বার পাত্র নন। তিনিও মহাদেবের পিছু পিছু ছুটলেন। উপায়ান্তর না দেখে শিব ঠাকুর ভগবান বিষ্ণুর স্মরনাপন্ন হলেন। সব শুনে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ভষ্মাসুরের সামনে উপস্থিত হলেন। মোহিনীর মোহময়ী রূপ দেখে শিব ঠাকুরের কথা ভুলে গিয়ে তিনি তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে উঠে ভষ্মাসুর মোহিনী রূপী বিষ্ণুকে বিবাহের প্রস্তাব দিলেন। মোহিনী বললেন, আমি তাকেই বিবাহ করবো যে মনোরম নৃত্য পরিবেশনের মাধ্যমে আমার চিত্ত বিনোদন করতে পারবে। ভষ্মাসুর বললেন, কেমন নৃত্য তোমার মনোরঞ্জনের উপযোগী? আমাকে শিখিয়ে দাও। তখন মোহিনী নাচের বিভিন্ন মুদ্রা তার সামনে উপস্থাপন করতে লাগলেন এবং ভষ্মাসুর তাকে অনুসরণ করতে লাগলেন। এক পর্যায়ে মোহিনী এক বিষেশ ভঙ্গিমায় নিজের মাথায় হাত রাখলেন। ভষ্মাসুরও তাকে অনুকরণ করে নিজের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে নিজের শক্তিতে নিজেই পুড়ে ছাই হয়ে গেলেন ভষ্মাসুর।
Our 2nd Channel
/ @sukanta1
Facebook👇
/ alokpat4you
Instagram👇
/ alokpat4u
Twitter🐦👇
/ pandaysukanta
#alokpat #আলোকপাত #শিবরাত্রি #Shivaratri #শিবপূজা
Shiva, The story of Shivaratri,Shiva puja, শিবরাত্রির ইতিহাস,শিব পূজা,শিব চতুর্দশী,ভুত চতুর্দ্দশী,lord shiva,lord shiva mantra,lord shiva songs,shiva cartoon,shiva songs,শিবরাত্রি ব্রত কথা,শিবরাত্রির ব্রত কথা,শিবরাত্রি ব্রত নিয়ম,শিবরাত্রি ব্রত,মহা শিবরাত্রি,হিন্দু ধর্ম,সনাতন ধর্মের ইতিহাস,হিন্দু ধর্মের কাহিনী,mahashivratri sadhana,শিবরাত্রি কেন এবং কিভাবে পালন করতে হয়? শিবরাত্রির ইতিহাস। মহা শিবরাত্রি 2024, Shivaratri 2024,শিবের পায়ের তলায় কে?,অপস্মার বা অপস্মরা অসুর কে? শিব মন্ত্র, শিব পূজা, অর্জুন ও শিব, অর্জুন ও শিবের যুদ্ধ, পাশুপত অস্ত্র, বরুন পাশ, ব্রহ্মাস্ত্র, কুবের, পাতালের রাজা, ধনপতি, মহাদেব, মহেশ্বর, শিব পার্বতী,shiva cartoon,Shiva, The story of Shivaratri,Shiva puja, শিবরাত্রির ইতিহাস,শিব পূজা,শিব চতুর্দশী,ভুত চতুর্দ্দশী,lord shiva,lord shiva mantra,lord shiva songs,shiva cartoon,shiva songs,শিবরাত্রি ব্রত কথা,শিবরাত্রির ব্রত কথা,শিবরাত্রি ব্রত নিয়ম,শিবরাত্রি ব্রত,মহা শিবরাত্রি,হিন্দু ধর্ম,সনাতন ধর্মের ইতিহাস,হিন্দু ধর্মের কাহিনী,mahashivratri sadhana,শিবরাত্রি কেন এবং কিভাবে পালন করতে হয়? শিবরাত্রির ইতিহাস। মহা শিবরাত্রি 2024, Shivaratri 2024,শিবের পায়ের তলায় কে?,অপস্মার বা অপস্মরা অসুর কে? শিব মন্ত্র, শিব পূজা, অর্জুন ও শিব, অর্জুন ও শিবের যুদ্ধ, পাশুপত অস্ত্র, বরুন পাশ, ব্রহ্মাস্ত্র, কুবের, পাতালের রাজা, ধনপতি, মহাদেব, মহেশ্বর, শিব পার্বতী,shiva cartoon
For businesses Contact us on:
[email protected]
Информация по комментариям в разработке